নিউজ ডেস্ক:
বার্মিংহামের এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। এ নিয়ে জল্পনা-কল্পনা আর উচ্ছ্বাস-উন্মাদনার যেন শেষ নেই। কারণ, গত এক-দেড় বছর ধরেই মাঠ ও মাঠের বাইরে এই লড়াইটা খুব জমজমাট। দর্শকমহলেও চলে নানা রকম স্নায়ুযুদ্ধ। তাই সবকিছু ছাপিয়ে ক্রিকেট বিশ্বের চোখ এখন ভারত-বাংলাদেশ ম্যাচের দিকেই।
যেহেতু মঞ্চটা চ্যাম্পিয়ন্স ট্রফির আর প্রতিপক্ষ যেখানে ভারত, সেক্ষেত্রে এই ম্যাচের লড়াইয়ে টাইগারদের আলাদা কোন পরিকল্পনা থাকছে কিনা, এমন প্রশ্ন বারবাই সামনে এসেছে। তার উত্তরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বলেন, তেমনটা নয়, এখানে ইংল্যান্ড হতে পারতো। এমনকি অন্য কোনো দলও হতে পারে। এখানে আমি ভারতকে আলাদাভাবে দেখছি না। আমরা নতুন একটা ম্যাচ খেলবো। আশা করি, চাপ দূরে সরিয়ে রেখে ভালো ক্রিকেট উপহার দিতে পারবো।
আজ (বৃহস্পতিবার) এজবাস্টনে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।