নিউজ ডেস্ক:
১লা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়া শাখা। সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় রাজধানীর কুয়ালালামপুরের একটি হোটেলের বলরুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মো: আবুল হোসেনের পরিচালনায় ও শ্রমিকলীগ মালয়েশিয়া শাখার সভাপতি মো: নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে শ্রমিক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোঃ সায়েদুল হক মুকুল।
অনুষ্ঠানের শুরুতে ১৮৮৬ সালের ১লা মে দাবি আদায়ের আন্দোলনে নিহত সকল শ্রমিকের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, ইউনিভার্সিটি কুয়ালালামপুরের প্রফেসার ড. এমদাদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেন মজনু, মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, যুবলীগের আহ্বায়ক তাজকীর আহমেদ, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হক জোসেফ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ, যুব লীগের যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ, শ্রমিক লীগের সহ সভাপতি শাহ আলম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান মিতুল, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, শ্রমিক লীগের মহিলা সম্পাদিকা শিলা হাসান শিলা, পুত্রাকাজাং শাখা শ্রমিক লীগের সহ সভাপতি জহির রায়হান, কুয়ালালামপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলি আজগর, মালয়েশিয়া ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল শিকদার প্রমুখ।