শিরোনাম :
Logo ইবিতে শুরু হয়েছে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা Logo অবরুদ্ধ গাজায় একদিনেই নিহত ১০৬ ফিলিস্তিনি Logo ভারতের কাছে পাইলট আটকের প্রমাণ চাইলো পাকিস্তান Logo নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, বললেন আসিফ মাহমুদ Logo খুবি উপাচার্যের এবং বিএনসিসি খুলনা ফ্লোটিলা কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ  Logo গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে প্রস্তুত ইবি Logo ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির Logo জবিতে আবাসন ভাতা ও জকসু নির্বাচনের দাবিতে গণভোট কর্মসূচি Logo রাবি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতসহ ৫ দাবিতে স্মারকলিপি প্রদান সোচ্চারের Logo ইউজিসির বাজেট বৈষম্যের অভিযোগ:জবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

কানাডায় টপ টোয়েন্টি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তারিফ মাহমুদ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৫৫:১৬ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৭৪২ বার পড়া হয়েছে
কানাডায় বেড়ে উঠা বাংলাদেশি বংশোদ্ভূত ক্যালগেরী শহরের ডিফেন বেকার হাই স্কুলের মেধাবী ছাত্র তারিফ মাহমুদ মেধা, মননশীলতা, নেতৃত্ব গুণ আর কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য ক্যালগেরী সিটির সিটি’স রাইজিং স্টার ‘টপ টুয়েন্টি আন্ডার টোয়েন্টি’ এওয়ার্ড পেয়েছেন। ক্যালগেরী শহরের বৃহত্তম কমিউনিটি সেন্টার রকি রিজ শ্যান হোমস কমিউনিটি হলে সিটি ক্রাউনস অথরিটি, এভিনিউ কর্তৃপক্ষ ও ওয়াইএমসিএ তত্ত্বাবধানে সরকারি, বেসরকারি ও শহরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে তাকে টপ টুয়েন্টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

তারিফ মাহমুদ প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ হিসেবে এই সম্মানজনক অ্যাওয়ার্ড পেলেন।

এ সময়ে উপস্থিত ছিলেন- লেফটেন্যান্ট গভর্নর সালমা লাকানি, সাবেক মেয়র ও এনডিপি নেতা নাহিদ ন্যান্সি, ডেপুটি মেয়র, ওয়াইএমসি প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শ্যানন ডরামসহ অন্যরা।

উল্লেখ্য, সিটি অব ক্যালগেরী পরিচালিত পাবলিক লাইব্রেরি মেইক ইট মেসি, সায়েন্স, রিডিং ও কোডিং এক্সপার্ট হিসেবে তাকে থিংক ট্যাংকের সদস্য মনোনীত করে। এমপিসি ফাউন্ডেশন ফিচারড ভলান্টিয়ার হিসেবে তাকে নিয়ে বিশেষ প্রতিবেদনে প্রকাশ করে। মেধা আর স্বেচ্ছাসেবার স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়, হরেসিও কানাডিয়ান স্কলারও।

চিকিৎসা বিজ্ঞান ও গবেষণায় নিজেকে নিয়োজিত রেখে ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে এগিয়ে আসতে চান বলে মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এই তরুণ মেধাবী তারিফ মাহমুদ।

তারিফ মাহমুদ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামের সন্তান। তার পিতা কানাডা প্রবাসী মাহমুদ হাসান একজন সমাজতাত্ত্বিক বিশ্লেষক, লেখক ও কলামিস্ট। মাতা জাহিদা আফরিন একজন চাকুরিজীবী।

ট্যাগস :

ইবিতে শুরু হয়েছে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা

কানাডায় টপ টোয়েন্টি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তারিফ মাহমুদ

আপডেট সময় : ০৪:৫৫:১৬ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫
কানাডায় বেড়ে উঠা বাংলাদেশি বংশোদ্ভূত ক্যালগেরী শহরের ডিফেন বেকার হাই স্কুলের মেধাবী ছাত্র তারিফ মাহমুদ মেধা, মননশীলতা, নেতৃত্ব গুণ আর কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য ক্যালগেরী সিটির সিটি’স রাইজিং স্টার ‘টপ টুয়েন্টি আন্ডার টোয়েন্টি’ এওয়ার্ড পেয়েছেন। ক্যালগেরী শহরের বৃহত্তম কমিউনিটি সেন্টার রকি রিজ শ্যান হোমস কমিউনিটি হলে সিটি ক্রাউনস অথরিটি, এভিনিউ কর্তৃপক্ষ ও ওয়াইএমসিএ তত্ত্বাবধানে সরকারি, বেসরকারি ও শহরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে তাকে টপ টুয়েন্টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

তারিফ মাহমুদ প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ হিসেবে এই সম্মানজনক অ্যাওয়ার্ড পেলেন।

এ সময়ে উপস্থিত ছিলেন- লেফটেন্যান্ট গভর্নর সালমা লাকানি, সাবেক মেয়র ও এনডিপি নেতা নাহিদ ন্যান্সি, ডেপুটি মেয়র, ওয়াইএমসি প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শ্যানন ডরামসহ অন্যরা।

উল্লেখ্য, সিটি অব ক্যালগেরী পরিচালিত পাবলিক লাইব্রেরি মেইক ইট মেসি, সায়েন্স, রিডিং ও কোডিং এক্সপার্ট হিসেবে তাকে থিংক ট্যাংকের সদস্য মনোনীত করে। এমপিসি ফাউন্ডেশন ফিচারড ভলান্টিয়ার হিসেবে তাকে নিয়ে বিশেষ প্রতিবেদনে প্রকাশ করে। মেধা আর স্বেচ্ছাসেবার স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়, হরেসিও কানাডিয়ান স্কলারও।

চিকিৎসা বিজ্ঞান ও গবেষণায় নিজেকে নিয়োজিত রেখে ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে এগিয়ে আসতে চান বলে মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এই তরুণ মেধাবী তারিফ মাহমুদ।

তারিফ মাহমুদ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামের সন্তান। তার পিতা কানাডা প্রবাসী মাহমুদ হাসান একজন সমাজতাত্ত্বিক বিশ্লেষক, লেখক ও কলামিস্ট। মাতা জাহিদা আফরিন একজন চাকুরিজীবী।