প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পাঁচ কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে। সোমবার (৩ মার্চ) মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নতুন আদেশ অনুযায়ী, সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব মো. জসিম উদ্দীনকে সচিবালয় নিরাপত্তা শাখায় রাখা হয়েছে। নবনিযুক্ত উপসচিব রাজিব আহমেদকে আনসার-১ শাখায়, আনসার-১ শাখার উপসচিব রোকেয়া পারভীন জুইকে সীমান্ত-২ শাখায়, পুলিশ-৫ শাখার সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদকে পুলিশ-২ শাখায় (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-৫) এবং নবযোগদানকৃত সিনিয়র সহকারী সচিব মরিয়ম জাহানকে পুলিশ-৪ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এ পদায়ন প্রশাসনিক কাজের সুবিধার্থে করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি মোতাবেক অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।