শিরোনাম :
Logo ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা Logo পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা Logo প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক Logo ইবিতে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী Logo ইবি ক্যাম্পাসে তালিকাভুক্ত নয় এমন  সংগঠনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা Logo সুন্দরবনের বিনা পাশে প্রবেশ করায় তিন জেলা কটক  Logo খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সুন্দরবনের হরিণ শিকারীরা ধরাছোঁয়ার বাইরে

সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা অধিনাস্ত এলাকা জুড়ে চলছে হরিণ নিধনের মহা উৎসব। চোরা শিকারীরা প্রতিনিয়ত ছদ্মবেশে রাতের অন্ধকারে সুন্দরবনে প্রবেশ করে নাইলনের সুতা দিয়ে ফাঁদ তৈরী করে হরিণ চলাফেরার রাস্তায় পেতে রাখে চলাচলের সময় ফাঁদে আটকে যায়

 

এসময় চোরা শিকারীরা বনের ভিতর থেকে মাংস বানিয়ে নিয়ে আশে লোকালয়ে তাদের আলাদা লোক থাকে তারা কাস্টমার ঠিক করে রাখে। রাতের অন্ধকারে কাস্টমারের বাড়িতে মাংস পাঠিয়ে দেয়। পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে ন্যায়। কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় দশটি স্পট আছে প্রতিনিয়ত সেখান থেকে চোরা শিকারীরা বনে প্রবেশ করে হরিণ শিকার করে।

 

দক্ষিণ বেদকাশি আংটি হারা,গোলখালি,জোড় সিং বিনাপানি,উত্তর বেদ কশির শাকবাড়িয়া,কাটকাটা,পাথর খালি, কয়রা সদর ৬ নং কয়রা,৫নং কয়রা,৪ নং কয়রা মহারাজ পুরের মঠবাড়ি হায়াত খালি, মহেশ্বরী পুরের চরের কোনা,খোড়ল কাটি, শেখের কোনা সহ বিভিন্ন জায়গা দিয়ে বনে প্রবেশ করা যায়।
এসব এলাকার স্থানীয় কয়েক জন বাসিন্দা বলেন বন রক্ষি দের সহযোগিতায় সুন্দরবনে হরিণ শিকার, কীটনাশক দিয়ে মাছ শিকার ও বনের বিভিন্ন ধরনের কাট পাচার হচ্ছে বলে অভিযোগ করেন। খবর নিয়ে আরও জানা গেছে হরিণ মাংস ও কাট কয়রার বিভিন্ন এলাকা পাইকগাছা, সাতক্ষীরা, খুলনা সহ দেশের অনেক প্রান্তে যাচ্ছে।
গত জানুয়ারি থেকে এপর্যন্ত বন বিভাগ, পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে ২৬৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এর আগে বন বিভাগের অভিযানে বনের ভেতর থেকে আরও ৯০ কেজি হরিণের মাংস জব্দ করে।
সাধারণ মানুষ দেশি মাংসের চেয়ে কেনো হরিণের মাংসের দিকে ঝুঁকছে এবিষয়ে কয়রা উপজেলার বেশ কয়েকজন বলেন বর্তমান গরু, খাসি, মাংসর যে দাম তার চেয়ে হরিণের মাংস কা দামে পাওয়া যাচ্ছে(হরিণের মাংসের প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

পশ্চিম বন বিভাগ খুলনার বন কর্মকর্তা এ জে ডে হাসানুর রহমান বলেন আগের চেয়ে আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা নজর দারি ও বৃদ্ধি করা হয়েছে।
প্রতিনিয়ত চোরা শিকারীদের স্পট গুলোতে অভিযান চালানো হচ্ছে হরিণের মাংস জব্দ করা হলেও শিকারীদের ধরা যাচ্ছেনা। আমাদের উপস্থিত টের পেয়ে তাঁরা পালিয়ে যাচ্ছে। পুলিশ বাহিনী যদি পদক্ষেপ নিতো তাহলে সুন্দরবন এলাকা গুলোতে অপকর্ম কমে যেতো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা

সুন্দরবনের হরিণ শিকারীরা ধরাছোঁয়ার বাইরে

আপডেট সময় : ০৬:২৭:০৩ অপরাহ্ণ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা অধিনাস্ত এলাকা জুড়ে চলছে হরিণ নিধনের মহা উৎসব। চোরা শিকারীরা প্রতিনিয়ত ছদ্মবেশে রাতের অন্ধকারে সুন্দরবনে প্রবেশ করে নাইলনের সুতা দিয়ে ফাঁদ তৈরী করে হরিণ চলাফেরার রাস্তায় পেতে রাখে চলাচলের সময় ফাঁদে আটকে যায়

 

এসময় চোরা শিকারীরা বনের ভিতর থেকে মাংস বানিয়ে নিয়ে আশে লোকালয়ে তাদের আলাদা লোক থাকে তারা কাস্টমার ঠিক করে রাখে। রাতের অন্ধকারে কাস্টমারের বাড়িতে মাংস পাঠিয়ে দেয়। পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে ন্যায়। কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় দশটি স্পট আছে প্রতিনিয়ত সেখান থেকে চোরা শিকারীরা বনে প্রবেশ করে হরিণ শিকার করে।

 

দক্ষিণ বেদকাশি আংটি হারা,গোলখালি,জোড় সিং বিনাপানি,উত্তর বেদ কশির শাকবাড়িয়া,কাটকাটা,পাথর খালি, কয়রা সদর ৬ নং কয়রা,৫নং কয়রা,৪ নং কয়রা মহারাজ পুরের মঠবাড়ি হায়াত খালি, মহেশ্বরী পুরের চরের কোনা,খোড়ল কাটি, শেখের কোনা সহ বিভিন্ন জায়গা দিয়ে বনে প্রবেশ করা যায়।
এসব এলাকার স্থানীয় কয়েক জন বাসিন্দা বলেন বন রক্ষি দের সহযোগিতায় সুন্দরবনে হরিণ শিকার, কীটনাশক দিয়ে মাছ শিকার ও বনের বিভিন্ন ধরনের কাট পাচার হচ্ছে বলে অভিযোগ করেন। খবর নিয়ে আরও জানা গেছে হরিণ মাংস ও কাট কয়রার বিভিন্ন এলাকা পাইকগাছা, সাতক্ষীরা, খুলনা সহ দেশের অনেক প্রান্তে যাচ্ছে।
গত জানুয়ারি থেকে এপর্যন্ত বন বিভাগ, পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে ২৬৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এর আগে বন বিভাগের অভিযানে বনের ভেতর থেকে আরও ৯০ কেজি হরিণের মাংস জব্দ করে।
সাধারণ মানুষ দেশি মাংসের চেয়ে কেনো হরিণের মাংসের দিকে ঝুঁকছে এবিষয়ে কয়রা উপজেলার বেশ কয়েকজন বলেন বর্তমান গরু, খাসি, মাংসর যে দাম তার চেয়ে হরিণের মাংস কা দামে পাওয়া যাচ্ছে(হরিণের মাংসের প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

পশ্চিম বন বিভাগ খুলনার বন কর্মকর্তা এ জে ডে হাসানুর রহমান বলেন আগের চেয়ে আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা নজর দারি ও বৃদ্ধি করা হয়েছে।
প্রতিনিয়ত চোরা শিকারীদের স্পট গুলোতে অভিযান চালানো হচ্ছে হরিণের মাংস জব্দ করা হলেও শিকারীদের ধরা যাচ্ছেনা। আমাদের উপস্থিত টের পেয়ে তাঁরা পালিয়ে যাচ্ছে। পুলিশ বাহিনী যদি পদক্ষেপ নিতো তাহলে সুন্দরবন এলাকা গুলোতে অপকর্ম কমে যেতো।