বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার Logo ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের Logo কোর্স ফি বৃদ্ধি ও ছাত্র প্রতিনিধি ইস্যুতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে অবরোধে ইবি শিক্ষার্থীরা

আগামী ৭ দিনের মধ্যে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু হয়, যা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তবে তারা হুঁশিয়ারি দেন, আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে লাগাতার আন্দোলনে নামবেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের সদস্য এস এম সুইট, সাবেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ, মুবাশ্বির আমিন, বাঁধন বিশ্বাস স্পর্শসহ সাধারণ শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, প্রথমে অল্প কয়েকজন শিক্ষার্থী অবরোধ শুরু করলেও পরে সাধারণ শিক্ষার্থীরাও এতে যোগ দেন। দীর্ঘসময় সড়ক অবরোধ থাকায় যাত্রী ও চালকরা কিছুটা ভোগান্তিতে পড়লেও, অনেকেই শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে সমর্থন জানান। তবে জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহন চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি।
এক বাসযাত্রী বলেন, “কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক এখন দুর্ভোগের প্রতীক। প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। তাই শিক্ষার্থীদের এই দাবি ন্যায্য।”
আন্দোলনকারীরা জানান, খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বড় অংশ এখন “মরণফাঁদে” পরিণত হয়েছে। হাজারো শিক্ষার্থী প্রতিদিন জীবনঝুঁকি নিয়ে চলাচল করছে। এর আগে একাধিক আশ্বাস দেওয়া হলেও সংস্কারকাজ শুরু হয়নি। তারা বলেন, “আর কোনো টালবাহানা নয়—এবার দাবি বাস্তবায়ন না হলে আমরা রাজপথেই থাকব।”
এদিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের সঙ্গে ফোনালাপ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের সদস্য এস এম সুইট জানান, প্রশাসন এক সপ্তাহের মধ্যে খানাখন্দ পূরণ ও যানবাহন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে। এছাড়া ২২ অক্টোবরের পর থেকে পূর্ণাঙ্গ সংস্কারকাজ শুরু হবে বলে জানানো হয়েছে।
তিনি জেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, “আপনারা এই রাস্তা ব্যবহার না করায় ভোগান্তি টের পান না। আমরা সতর্ক করছি—এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে আবারও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”
এসময় সকল ছাত্র সংগঠনকে একত্র হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য। যারা এই কাজে সাহস দেখাতে পারবেন না, অন্তত বাধা হয়ে দাঁড়াবেন না।”
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত সড়কের অধিকাংশ অংশ দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনা ও ভোগান্তির শিকার হচ্ছেন। অতীতেও শিক্ষার্থীরা সংস্কারের দাবি জানালেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে অবরোধে ইবি শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৭:১৫:১৫ অপরাহ্ণ, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
আগামী ৭ দিনের মধ্যে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু হয়, যা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তবে তারা হুঁশিয়ারি দেন, আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে লাগাতার আন্দোলনে নামবেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের সদস্য এস এম সুইট, সাবেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ, মুবাশ্বির আমিন, বাঁধন বিশ্বাস স্পর্শসহ সাধারণ শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, প্রথমে অল্প কয়েকজন শিক্ষার্থী অবরোধ শুরু করলেও পরে সাধারণ শিক্ষার্থীরাও এতে যোগ দেন। দীর্ঘসময় সড়ক অবরোধ থাকায় যাত্রী ও চালকরা কিছুটা ভোগান্তিতে পড়লেও, অনেকেই শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে সমর্থন জানান। তবে জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহন চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি।
এক বাসযাত্রী বলেন, “কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক এখন দুর্ভোগের প্রতীক। প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। তাই শিক্ষার্থীদের এই দাবি ন্যায্য।”
আন্দোলনকারীরা জানান, খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বড় অংশ এখন “মরণফাঁদে” পরিণত হয়েছে। হাজারো শিক্ষার্থী প্রতিদিন জীবনঝুঁকি নিয়ে চলাচল করছে। এর আগে একাধিক আশ্বাস দেওয়া হলেও সংস্কারকাজ শুরু হয়নি। তারা বলেন, “আর কোনো টালবাহানা নয়—এবার দাবি বাস্তবায়ন না হলে আমরা রাজপথেই থাকব।”
এদিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের সঙ্গে ফোনালাপ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের সদস্য এস এম সুইট জানান, প্রশাসন এক সপ্তাহের মধ্যে খানাখন্দ পূরণ ও যানবাহন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে। এছাড়া ২২ অক্টোবরের পর থেকে পূর্ণাঙ্গ সংস্কারকাজ শুরু হবে বলে জানানো হয়েছে।
তিনি জেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, “আপনারা এই রাস্তা ব্যবহার না করায় ভোগান্তি টের পান না। আমরা সতর্ক করছি—এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে আবারও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”
এসময় সকল ছাত্র সংগঠনকে একত্র হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য। যারা এই কাজে সাহস দেখাতে পারবেন না, অন্তত বাধা হয়ে দাঁড়াবেন না।”
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত সড়কের অধিকাংশ অংশ দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনা ও ভোগান্তির শিকার হচ্ছেন। অতীতেও শিক্ষার্থীরা সংস্কারের দাবি জানালেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।