শিরোনাম :
Logo খুবিতে ‘লার্ন টু লিড’ সেমিনার অনুষ্ঠিত  Logo অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব Logo ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo অছাত্র ও ছাত্রলীগের দোসর দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে শহিদ স্মৃতি কলেজে ছাত্রদলের মানববন্ধন Logo বিচারহীনতার প্রতিবাদে ইবিতে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল Logo নাব্যতা হারিয়ে ঝালকাঠির খরশ্রোতা বাসন্ডা নদী খালে পরিনত হচ্ছে, খননের দাবী এলাকাবাসীর Logo এফডিসির গেইটে রান্না করে গোয়ার সিনেমার প্রচার,নজির গড়লেন নায়ক রাসেল মিয়া Logo কবি জীবনানন্দ দাশ স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা Logo বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫

খুবিতে ‘লার্ন টু লিড’ সেমিনার অনুষ্ঠিত 

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) হাল্ট প্রাইজের উদ্যোগে ও ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় তরুণ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণাবলী বিকশিত করার লক্ষ্যে বিশেষ অনুপ্রেরণামূলক সেমিনার ‘লার্ন টু লিড’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ অক্টোবর (রবিবার) বিকালে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের  অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী। এ সময় তিনি বলেন, “নেতা মানেই শুধু নির্দেশ দেওয়া নয়, নেতা মানে হলো দৃষ্টান্ত স্থাপন করা। আপনি যখন আপনার কাজের প্রতি সৎ এবং আপনার দলকে অনুপ্রাণিত করতে পারবেন, তখনই প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে”। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের অবশ্যই প্রথাগত পড়াশোনার পাশাপাশি সফট স্কিল বা যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে।
এছাড়াও ইউনিলিভারের সিডি অপারেশনস অ্যান্ড এক্সেলেন্স ডিরেক্টর তাফিজুল ইসলাম পিয়াল বলেন, নেতৃত্ব অর্জনের জন্য শুধুমাত্র একটি ভালো ডিগ্রি যথেষ্ট নয়। প্রতিনিয়ত শেখার মানসিকতা, নিজের দায়িত্বের প্রতি আন্তরিকতা এবং দলের প্রতি পূর্ণ দায়বদ্ধতাই একজন নেতাকে প্রকৃত অর্থে সফল করে তোলে। আমাদের প্রতিটি ব্যর্থতা আসলে ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করে।”
এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় ‘হাল্ট প্রাইজ’ এর ক্যাম্পাস ডিরেক্টর ও ইউনিলিভারের স্পার্ক নওরিন হক বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ‘লার্ন টু লিড’ সেমিনারটি হলো সেই সম্ভাবনাকে উৎসাহিত করার একটি প্রয়াস। আমরা চাই শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী না হয়ে, উদ্যোক্তা এবং পরিবর্তনকারী হিসেবে নিজেদের গড়ে তুলুক। অভিজ্ঞ নেতৃত্বদের এই সরাসরি দিকনির্দেশনা নিঃসন্দেহে শিক্ষার্থীদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাস্টার হেড (দক্ষিণ) ওয়ালিউর রহমান, খুলনা এরিয়া ম্যানেজার নাহিদ খন্দকার, বরিশাল এরিয়া ম্যানেজার রশিদ আনজুম রাব্বী, সিনিয়র টেরিটরি ম্যানেজার শফিউল্লাহ নাঈম, গোপালগঞ্জ টেরিটরি ম্যানেজার ইমতিসার আনিস ও ইউ এল আই পি এইচআর সাবিয়া খান আরোরা। সেমিনারে তারা জীবন ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।
সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বক্তাদের সঙ্গে নিজেদের ব্যক্তিগত জিজ্ঞাসা নিয়ে খোলামেলা আলোচনা করেন। দিনব্যাপী এই অনুপ্রেরণামূলক আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক এবং অংশগ্রহণকারী উভয়ের মধ্যেই ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘লার্ন টু লিড’ সেমিনার অনুষ্ঠিত 

খুবিতে ‘লার্ন টু লিড’ সেমিনার অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৩:০১:৩৩ অপরাহ্ণ, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) হাল্ট প্রাইজের উদ্যোগে ও ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় তরুণ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণাবলী বিকশিত করার লক্ষ্যে বিশেষ অনুপ্রেরণামূলক সেমিনার ‘লার্ন টু লিড’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ অক্টোবর (রবিবার) বিকালে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের  অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী। এ সময় তিনি বলেন, “নেতা মানেই শুধু নির্দেশ দেওয়া নয়, নেতা মানে হলো দৃষ্টান্ত স্থাপন করা। আপনি যখন আপনার কাজের প্রতি সৎ এবং আপনার দলকে অনুপ্রাণিত করতে পারবেন, তখনই প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে”। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের অবশ্যই প্রথাগত পড়াশোনার পাশাপাশি সফট স্কিল বা যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে।
এছাড়াও ইউনিলিভারের সিডি অপারেশনস অ্যান্ড এক্সেলেন্স ডিরেক্টর তাফিজুল ইসলাম পিয়াল বলেন, নেতৃত্ব অর্জনের জন্য শুধুমাত্র একটি ভালো ডিগ্রি যথেষ্ট নয়। প্রতিনিয়ত শেখার মানসিকতা, নিজের দায়িত্বের প্রতি আন্তরিকতা এবং দলের প্রতি পূর্ণ দায়বদ্ধতাই একজন নেতাকে প্রকৃত অর্থে সফল করে তোলে। আমাদের প্রতিটি ব্যর্থতা আসলে ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করে।”
এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় ‘হাল্ট প্রাইজ’ এর ক্যাম্পাস ডিরেক্টর ও ইউনিলিভারের স্পার্ক নওরিন হক বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ‘লার্ন টু লিড’ সেমিনারটি হলো সেই সম্ভাবনাকে উৎসাহিত করার একটি প্রয়াস। আমরা চাই শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী না হয়ে, উদ্যোক্তা এবং পরিবর্তনকারী হিসেবে নিজেদের গড়ে তুলুক। অভিজ্ঞ নেতৃত্বদের এই সরাসরি দিকনির্দেশনা নিঃসন্দেহে শিক্ষার্থীদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাস্টার হেড (দক্ষিণ) ওয়ালিউর রহমান, খুলনা এরিয়া ম্যানেজার নাহিদ খন্দকার, বরিশাল এরিয়া ম্যানেজার রশিদ আনজুম রাব্বী, সিনিয়র টেরিটরি ম্যানেজার শফিউল্লাহ নাঈম, গোপালগঞ্জ টেরিটরি ম্যানেজার ইমতিসার আনিস ও ইউ এল আই পি এইচআর সাবিয়া খান আরোরা। সেমিনারে তারা জীবন ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।
সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বক্তাদের সঙ্গে নিজেদের ব্যক্তিগত জিজ্ঞাসা নিয়ে খোলামেলা আলোচনা করেন। দিনব্যাপী এই অনুপ্রেরণামূলক আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক এবং অংশগ্রহণকারী উভয়ের মধ্যেই ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।