রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ চাঁদ টাওয়ারে অবস্থিত পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।
পাঠাগারের উপ-সভাপতি ফেরারী প্রিন্সের সভাপতিত্বে ও প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, উপদেষ্টা দিলীপ কুমার ঘোষ, মোহাম্মদ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, গীতিকবি রবীন্দ্র মজুমদার, অ্যাডভোকেট শ্যাম সুন্দর রায় ও নির্বাহী সদস্য নাজমুল ইসলাম।
পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, অতীতের সকল ধারা ভেঙে দিয়ে জীবনানন্দ দাশ সাহিত্যের নতুন ধারা সৃষ্টি করেছেন। বাংলাসাহিত্যের বাঁক বদলের কবি তিনি। চল্লিশের দশকের পর থেকে শুরু করে এখন পর্যন্ত অধিকাংশ কবির কবিতায় জীবনানন্দ দাশের প্রভাব ব্যাপক হারে লক্ষ করা যায়। আমাদের গ্রাম-বাংলার রূপ-লাবণ্যের প্রতিচ্ছবি তার কবিতায় নান্দনিকভাবে ধরা পড়েছে।
সভাপ্রধান ফেরারী প্রিন্স বলেন, আমাদের প্রকৃতি ও সংস্কৃতি প্রাণ পেয়েছে জীবনানন্দ দাশের কবিতায়। তার মা কবি কুসুম কুমরী দাশ বলেছিলেন, ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে/কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’ মায়ের সেই কাক্সিক্ষত মানুষটিই হলেন সয়ং জীবনানন্দ দাশ। কথায় নয়, তিনি কাজের মাধ্যমে জয় করেছেন পাঠকের মন।
অনুষ্ঠান শেষে ফলচক্রের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর ‘প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’ স্লোগানে এ পাঠাগার আনুষ্ঠানিকভাবে শুরু করে।






































