কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশ। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতা-কর্মী, ছাত্র ও যুবক অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
সভাপতিত্ব করেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন,
দেশকে দুর্নীতি, দুঃশাসন ও অবিচারমুক্ত করতে হলে ইসলামিক সমাজব্যবস্থা কায়েম করতেই হবে। আর সে লক্ষ্য পূরণে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন,আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে ন্যায়বিচার, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। ছাত্র ও যুব সমাজের হাত ধরেই এই পরিবর্তন সম্ভব।
বিশেষ অতিথি মাওলানা আবুল কালাম আজাদ বলেন,সুশিক্ষাই পারে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করতে। জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার বিকল্প নেই। দলমত নির্বিশেষে সবাইকে সুশিক্ষিত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে।”
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র ও যুব সমাজের নেতৃত্বেই গড়ে উঠবে এক বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ।
সমাবেশ শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা শৃঙ্খলাবদ্ধ মিছিল বের করেন। কপোতাক্ষ কলেজ মাঠে অনুষ্ঠিত এই ঐতিহাসিক সমাবেশে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে ধর্মীয় ও দেশপ্রেমিক স্লোগানে।