পিআর ( প্রোপোরশনাল রিপ্রেজেন্টশন) পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার আয়োজনে সমাবেশ ও গণমিছিল পালিত হয়।
পিযআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা। শনিবার (২৭ সেপ্টেম্বর) কয়রা কপোতাক্ষ কলেজ চত্বর থেকে মিছিলটি বাহির করে দলটি। এ-সময় মিছিলটি কলেজের সামনে দিয়ে কয়রা বাজার মেইন সড়ক দিয়ে মধুরমোড় (তিন রাস্তা মোড়ে মিছিলটি শেষ হয়)
কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ওই মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক খুলনা ৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা আবুল কালাম আজাদ।
আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, খুলনা জেলা সহকারী সেক্রেটারি এ্যাড মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা দক্ষিণের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু জার গিফারী, কয়রা উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু তাহের, উপজেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা সুজা উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দিন শিহাব, যুব বিভাগের সেক্রেটারি জি এম মোনায়েম বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, পি আর পদ্ধতি ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না, আগামী নির্বাচনে সংস্কার ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, পিআর ও সংস্কার মেনে না নিলে সারাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।




















































