বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) চাঁদপুর বাস স্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এসে সমাপ্তি ঘটে। শোভাযাত্রা শেষে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় আলোচনা সভায় ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে ও জিওপি থেকে চাঁদপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ও জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো.জাকির হোসেনে এবং যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধানের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক নেয়ামত উল্লাহ।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, জেলা খেলাফত মজলিসের সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুনীর চৌধুরী, সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক তামিম খান।
বক্তারা বলেন গণঅধিকার পরিষদ হল তারুণ্য ভিত্তিক রাজনৈতিক দল, তাই তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর স্বপ্নের বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সাহসী তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য।
এ সময় বক্তারা আরো বলেন, ভিপি নুরুল হক নুরের জন্ম না হলে হয়তো ২৪ সৃষ্টি হতো না, আওয়ামী ফ্যাসিবাদের আমলে রাজপথে বহুবার মাইর খেয়েছেন বহুবার নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন ভিপি নুরুল হক নূর তারপরও থেমে থাকেনি রাজপথে আন্দোলন সংগ্রামে প্রতিনিয়তই সরব ছিলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন, জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাহিদা আক্তার, যুগ্ম সদস্য সচিব ওমর সালমান, হাসান মিজি, নিলুফা আক্তার, সম্মানিত সদস্য কাদের খান, মতলব উত্তর গণঅধিকার পরিষদের সংগঠক কাউসার আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক রাশেদুল ইসলাম, সদস্য সচিব আলামিন সুমন, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, জেলা শ্রমিক সংগঠক মোঃ শহীদ, ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ হোসেন, সহ-সভাপতি শরীফ হোসেন, জহিরুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী আহমেদ, সহ-সভাপতি ফারুকুল ইসলাম শ্যামল, আবু সাঈদ, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মাহবুব অলিউল্লাহ প্রমুখ।
ছবির ক্যাপশন: রোববার (২৬ অক্টোবর)” চাঁদপুর প্রেসক্লাবে কেককেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

















































