শিরোনাম :
Logo চাঁদপুর জেলা কারাগারে হাসনাত আকলিমার আনুষ্ঠানিক বিয়ে! Logo রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক Logo খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ! Logo সামনের দিনে অনেক বিপদ আসবে: মির্জা ফখরুল Logo মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ : তারেক রহমান Logo মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত বেড়ে ১৬ Logo সিভাসু অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কচুয়ার সন্তান মোহাম্মদ  গোলাম মাওলা শাহীন Logo জাতীয় রাজনীতিতে তারুণ্যের এক উজ্জল নক্ষত্র কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব Logo চাঁদপুরে মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্ত্বা তানহা ও তার স্বামী আটক Logo মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালিত “ন্যায্য মূল্যে সহস্রাধিক ক্রেতার পণ্য ক্রয়

সিভাসু অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কচুয়ার সন্তান মোহাম্মদ  গোলাম মাওলা শাহীন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৫ এ “দপ্তর সম্পাদক” পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ গোলাম মাওলা (শাহীন)।
১৪ অক্টোবর মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে ভোটগ্রহণ ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্তী।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মামুন শিকদার ও মোহাম্মদ শওকত আলী।
নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে কর্মকর্তারা প্রার্থিতা ঘোষণা করলেও দপ্তর সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী মনোনয়ন না দেওয়ায় মোহাম্মদ গোলাম মাওলা (শাহীন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বর্তমানে তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর্মদক্ষতা, সততা ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে বিশ্ববিদ্যালয় অঙ্গনে তিনি একজন প্রিয় মুখ হিসেবে পরিচিত।
মোহাম্মদ গোলাম মাওলা (শাহীন) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কাদিরখিল গ্রামের অধিবাসী মোঃ আতাউর রহমান চৌধুরীর সুযোগ্য সন্তান।
শিক্ষা জীবনে তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রেখেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ কচুয়া উপজেলার সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছার বন্যা বয়ে গেছে।
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত দপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা (শাহীন) বলেন—সহকর্মীদের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। এই আস্থা আমাকে আরও দায়িত্ববান করেছে। আমি বিশ্বাস করি, সবাইকে সঙ্গে নিয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনকে একটি ঐক্যবদ্ধ, কার্যকর ও কল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারব।”
তিনি আরও বলেন,“বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত উন্নয়ন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমি সবসময় আন্তরিক থাকব।”
নির্বাচন শেষে অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সারাদিন জুড়ে ছিল উৎসবের আমেজ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা কারাগারে হাসনাত আকলিমার আনুষ্ঠানিক বিয়ে!

সিভাসু অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কচুয়ার সন্তান মোহাম্মদ  গোলাম মাওলা শাহীন

আপডেট সময় : ০৮:৩০:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৫ এ “দপ্তর সম্পাদক” পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ গোলাম মাওলা (শাহীন)।
১৪ অক্টোবর মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে ভোটগ্রহণ ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্তী।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ মামুন শিকদার ও মোহাম্মদ শওকত আলী।
নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে কর্মকর্তারা প্রার্থিতা ঘোষণা করলেও দপ্তর সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী মনোনয়ন না দেওয়ায় মোহাম্মদ গোলাম মাওলা (শাহীন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বর্তমানে তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর্মদক্ষতা, সততা ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে বিশ্ববিদ্যালয় অঙ্গনে তিনি একজন প্রিয় মুখ হিসেবে পরিচিত।
মোহাম্মদ গোলাম মাওলা (শাহীন) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কাদিরখিল গ্রামের অধিবাসী মোঃ আতাউর রহমান চৌধুরীর সুযোগ্য সন্তান।
শিক্ষা জীবনে তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রেখেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ কচুয়া উপজেলার সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছার বন্যা বয়ে গেছে।
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত দপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা (শাহীন) বলেন—সহকর্মীদের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। এই আস্থা আমাকে আরও দায়িত্ববান করেছে। আমি বিশ্বাস করি, সবাইকে সঙ্গে নিয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনকে একটি ঐক্যবদ্ধ, কার্যকর ও কল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারব।”
তিনি আরও বলেন,“বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত উন্নয়ন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমি সবসময় আন্তরিক থাকব।”
নির্বাচন শেষে অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সারাদিন জুড়ে ছিল উৎসবের আমেজ।