শিরোনাম :
Logo বেরোবি শিক্ষার্থীদের জন্য  ছাত্রদলের চিকিৎসা সহায়তা সেল গঠন Logo জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার Logo রাকসুর ভিপি মোস্তাকুর, জিএস আম্মার! Logo ঘোনা ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা ও ৩১ দফা ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত! Logo খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ উদযাপন! Logo চাঁদপুর- ২ আসনে মনোনয়ন প্রত্যাশী ড. তোফাজ্জল হোসেন মতলবকে জাপানের মতো করে সাজাতে চায় Logo কয়রায় যৌথবাহিনীর নিয়মিত চেকপোস্ট, আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট অভিযান Logo মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিবের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ Logo জীবননগরে আন্ত:জেলা চোর সিন্ডিকেটের প্রধান সাগর ২ সহযোগীসহ গ্রেফতার

বেরোবি শিক্ষার্থীদের জন্য  ছাত্রদলের চিকিৎসা সহায়তা সেল গঠন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৮:২১ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৭০৬ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি : মো.আজিজুর রহমান 

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)  শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসায় বিভিন্ন রকম সহায়তার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের চিকিৎসা সহায়তা সেল গঠন করা হয়েছে।

১৬ অক্টোবর বৃহস্পতিবার বেরোবি শাখা ছাত্রদলের ২৪ জন নেতা কর্মীদের দুইটি টিমে ভাগ করে এ চিকিৎসা সহায়তা সেল  গঠন করা হয়৷ চিকিৎসা সহায়তা সেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তাদের পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসা সহায়তা প্রদান করবেন বলে উল্লেখ করেন।

রংপুরের স্বনামধন্য হাসপাতালে রোগী ভর্তি চিকিৎসা সেবায় সহায়তা। সিলেক্টেড হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন টেস্টে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা। জরুরী রক্ত সংগ্রহ করে দেওয়া। এছাড়ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও দারিদ্র্য রোগীর চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট ক্যাম্পেইন করা কাজ করবে ছাত্রদলের চিকিৎসা সহায়তা সেল।

ছাত্রদলের তরুণ নেতা ইয়ামিন ইসলাম বলেন,বিগত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পাওয়ার কারণে শিক্ষার্থীদের কষ্ট বেড়েছে। দুঃখজনকভাবে, গত তিন মাসে তিনজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এবং আরও কয়েকজন আত্মহত্যার চেষ্টা করেছে। এই পরিস্থিতি আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে।

আমাদের দৃঢ় বিশ্বাস, একজন শিক্ষার্থীর সুস্থ দেহ ও মন শিক্ষার জন্য অপরিহার্য। তাই শিক্ষার্থীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় আমরা একটি “স্বাস্থ্যসেল” গঠন করেছি। কোনো শিক্ষার্থী অসুস্থ হলে, আমরা তাৎক্ষণিকভাবে তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করব এবং প্রয়োজনে হাসপাতালেও নিয়ে যাওয়া হবে।

আমরা কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা করেছি, যেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা ছাড়ে (৫০% কম খরচে) স্বাস্থ্যসেবা পাবেন। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখালেই এই সুবিধা প্রযোজ্য হবে।
মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা একটি বিশেষ টিম গঠন করেছি। এই টিম নিয়মিতভাবে শিক্ষার্থীদের সঙ্গে কাজ করবে, কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্য উন্নয়নমূলক সেশন পরিচালনা করবে।

আমরা বিশ্বাস করি, একটি শিক্ষার্থী যখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে, তখন সে তার শিক্ষা, গবেষণা ও চিন্তাশীলতায় দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য অনন্য অবদান রাখতে পারে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ হয়তো একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। যেখানে শিক্ষার্থীরা এক সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশে নিজেদের সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারবে।

বেরোবি ছাত্রদলের আহ্বায়ক আল আমিন ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হলে এখানে তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা পান না। এছাড়াও আশেপাশের জেলা থেকে তাদের পরিবারের অনেক সদস্য চিকিৎসা সেবা নেওয়ার জন্য রংপুরে আসেন। তাই এসব বিবেচনায় রেখে আমরা বেরোবি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবায় সহায়তা প্রদানের লক্ষ্যে আমরা এই সেল গঠন করেছি,যাতে করে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিতে কোনো সমস্যায় পড়তে না হয়। আমরা এক্ষেত্রে রংপুরের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে কথাও বলেছি। এছড়াও বিশিষ্ট ডাক্তার দের সহায়তাও আমরা নিচ্ছি। আমরা প্রত্যাশা করছি বেরোবি ছাত্রদলের শিক্ষার্থী বান্ধব এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বেরোবি শিক্ষার্থীদের জন্য  ছাত্রদলের চিকিৎসা সহায়তা সেল গঠন

বেরোবি শিক্ষার্থীদের জন্য  ছাত্রদলের চিকিৎসা সহায়তা সেল গঠন

আপডেট সময় : ০২:২৮:২১ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

বেরোবি প্রতিনিধি : মো.আজিজুর রহমান 

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)  শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসায় বিভিন্ন রকম সহায়তার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের চিকিৎসা সহায়তা সেল গঠন করা হয়েছে।

১৬ অক্টোবর বৃহস্পতিবার বেরোবি শাখা ছাত্রদলের ২৪ জন নেতা কর্মীদের দুইটি টিমে ভাগ করে এ চিকিৎসা সহায়তা সেল  গঠন করা হয়৷ চিকিৎসা সহায়তা সেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তাদের পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসা সহায়তা প্রদান করবেন বলে উল্লেখ করেন।

রংপুরের স্বনামধন্য হাসপাতালে রোগী ভর্তি চিকিৎসা সেবায় সহায়তা। সিলেক্টেড হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন টেস্টে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা। জরুরী রক্ত সংগ্রহ করে দেওয়া। এছাড়ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও দারিদ্র্য রোগীর চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট ক্যাম্পেইন করা কাজ করবে ছাত্রদলের চিকিৎসা সহায়তা সেল।

ছাত্রদলের তরুণ নেতা ইয়ামিন ইসলাম বলেন,বিগত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পাওয়ার কারণে শিক্ষার্থীদের কষ্ট বেড়েছে। দুঃখজনকভাবে, গত তিন মাসে তিনজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এবং আরও কয়েকজন আত্মহত্যার চেষ্টা করেছে। এই পরিস্থিতি আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে।

আমাদের দৃঢ় বিশ্বাস, একজন শিক্ষার্থীর সুস্থ দেহ ও মন শিক্ষার জন্য অপরিহার্য। তাই শিক্ষার্থীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় আমরা একটি “স্বাস্থ্যসেল” গঠন করেছি। কোনো শিক্ষার্থী অসুস্থ হলে, আমরা তাৎক্ষণিকভাবে তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করব এবং প্রয়োজনে হাসপাতালেও নিয়ে যাওয়া হবে।

আমরা কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা করেছি, যেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা ছাড়ে (৫০% কম খরচে) স্বাস্থ্যসেবা পাবেন। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখালেই এই সুবিধা প্রযোজ্য হবে।
মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা একটি বিশেষ টিম গঠন করেছি। এই টিম নিয়মিতভাবে শিক্ষার্থীদের সঙ্গে কাজ করবে, কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্য উন্নয়নমূলক সেশন পরিচালনা করবে।

আমরা বিশ্বাস করি, একটি শিক্ষার্থী যখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে, তখন সে তার শিক্ষা, গবেষণা ও চিন্তাশীলতায় দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য অনন্য অবদান রাখতে পারে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ হয়তো একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। যেখানে শিক্ষার্থীরা এক সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশে নিজেদের সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারবে।

বেরোবি ছাত্রদলের আহ্বায়ক আল আমিন ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হলে এখানে তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা পান না। এছাড়াও আশেপাশের জেলা থেকে তাদের পরিবারের অনেক সদস্য চিকিৎসা সেবা নেওয়ার জন্য রংপুরে আসেন। তাই এসব বিবেচনায় রেখে আমরা বেরোবি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবায় সহায়তা প্রদানের লক্ষ্যে আমরা এই সেল গঠন করেছি,যাতে করে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিতে কোনো সমস্যায় পড়তে না হয়। আমরা এক্ষেত্রে রংপুরের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে কথাও বলেছি। এছড়াও বিশিষ্ট ডাক্তার দের সহায়তাও আমরা নিচ্ছি। আমরা প্রত্যাশা করছি বেরোবি ছাত্রদলের শিক্ষার্থী বান্ধব এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।