সোমবার | ২৬ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল  Logo ঝালকাঠিতে ৬লিটার চোলাই মদ সহ নাসির ডিবির হাতে আটক  Logo পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪, অবরুদ্ধ ৯ পরিবার Logo ইবিতে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সিয়াম Logo চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন Logo বীরগঞ্জের বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ! Logo হাবিবুর রহমান ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত Logo খালেদা জিয়ার কবর জিয়ারতে নোবিপ্রবির গাড়ি ব্যবহার, শিক্ষার্থীদের ক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের

বিচারহীনতার প্রতিবাদে ইবিতে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পূর্তিতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শাহ আজিজুর রহমান হলের পুকুরপাড় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
মিছিলে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় প্রায় সব ছাত্র সংগঠন—ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিস ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীরা অংশ নেন। শিক্ষার্থীরা সাত দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাজিদের হত্যার ১০০ দিন পার হলেও দোষীদের এখনো গ্রেফতার করা হয়নি। তারা বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী খুন হলে তিন থেকে সাত দিনের মধ্যেই খুনিদের গ্রেফতার করা হয়। কিন্তু ইবি প্রশাসনের অদক্ষতা ও উদাসীনতায় তিন মাস দশ দিন পার হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।”
ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “সাজিদের হত্যার ১০০ দিন পেরিয়ে গেছে, কিন্তু খুনিদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। যদি এই হত্যার বিচার না হয়, তাহলে ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীই নিরাপদ থাকবে না।”
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “শহীদ সাজিদ আব্দুল্লাহ খুন হয়েছেন ১০১ দিন আগে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিআইডি বারবার সময় নিচ্ছে। আমরা আজ প্রশাসন ও সিআইডির সঙ্গে বৈঠকে বসব, তবে এটি হবে শেষ বৈঠক। এরপরও অগ্রগতি না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।”
উল্লেখ্য, গত ১৭ জুলাই একই পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে, যার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুকুরটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল 

বিচারহীনতার প্রতিবাদে ইবিতে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল

আপডেট সময় : ০৫:২৪:৫৭ অপরাহ্ণ, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পূর্তিতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শাহ আজিজুর রহমান হলের পুকুরপাড় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
মিছিলে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় প্রায় সব ছাত্র সংগঠন—ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিস ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীরা অংশ নেন। শিক্ষার্থীরা সাত দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাজিদের হত্যার ১০০ দিন পার হলেও দোষীদের এখনো গ্রেফতার করা হয়নি। তারা বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী খুন হলে তিন থেকে সাত দিনের মধ্যেই খুনিদের গ্রেফতার করা হয়। কিন্তু ইবি প্রশাসনের অদক্ষতা ও উদাসীনতায় তিন মাস দশ দিন পার হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।”
ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “সাজিদের হত্যার ১০০ দিন পেরিয়ে গেছে, কিন্তু খুনিদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। যদি এই হত্যার বিচার না হয়, তাহলে ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীই নিরাপদ থাকবে না।”
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “শহীদ সাজিদ আব্দুল্লাহ খুন হয়েছেন ১০১ দিন আগে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিআইডি বারবার সময় নিচ্ছে। আমরা আজ প্রশাসন ও সিআইডির সঙ্গে বৈঠকে বসব, তবে এটি হবে শেষ বৈঠক। এরপরও অগ্রগতি না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।”
উল্লেখ্য, গত ১৭ জুলাই একই পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে, যার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুকুরটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।