শিরোনাম :
Logo বিচারহীনতার প্রতিবাদে ইবিতে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল Logo নাব্যতা হারিয়ে ঝালকাঠির খরশ্রোতা বাসন্ডা নদী খালে পরিনত হচ্ছে, খননের দাবী এলাকাবাসীর Logo এফডিসির গেইটে রান্না করে গোয়ার সিনেমার প্রচার,নজির গড়লেন নায়ক রাসেল মিয়া Logo কবি জীবনানন্দ দাশ স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা Logo বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ Logo চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ৩১ বাংলাদেশী নারী-পুরুষ, শিশুকে হস্তান্তর করেছে বিএসএফ Logo বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা Logo খুলনা বিশ্ববিদ্যালয়ে কুকুরের স্পে-নিউটার ও টিকাদান কার্যক্রম শুরু! Logo সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ! Logo চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত “হ্যাচ ফ্যাচ” নামের একটি রেস্টুরেন্ট থেকে দরজা ভেঙে আশীক (২১) নামের এক বাবুর্চির লাশ উদ্ধার

বিচারহীনতার প্রতিবাদে ইবিতে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পূর্তিতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শাহ আজিজুর রহমান হলের পুকুরপাড় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
মিছিলে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় প্রায় সব ছাত্র সংগঠন—ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিস ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীরা অংশ নেন। শিক্ষার্থীরা সাত দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাজিদের হত্যার ১০০ দিন পার হলেও দোষীদের এখনো গ্রেফতার করা হয়নি। তারা বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী খুন হলে তিন থেকে সাত দিনের মধ্যেই খুনিদের গ্রেফতার করা হয়। কিন্তু ইবি প্রশাসনের অদক্ষতা ও উদাসীনতায় তিন মাস দশ দিন পার হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।”
ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “সাজিদের হত্যার ১০০ দিন পেরিয়ে গেছে, কিন্তু খুনিদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। যদি এই হত্যার বিচার না হয়, তাহলে ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীই নিরাপদ থাকবে না।”
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “শহীদ সাজিদ আব্দুল্লাহ খুন হয়েছেন ১০১ দিন আগে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিআইডি বারবার সময় নিচ্ছে। আমরা আজ প্রশাসন ও সিআইডির সঙ্গে বৈঠকে বসব, তবে এটি হবে শেষ বৈঠক। এরপরও অগ্রগতি না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।”
উল্লেখ্য, গত ১৭ জুলাই একই পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে, যার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুকুরটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিচারহীনতার প্রতিবাদে ইবিতে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল

বিচারহীনতার প্রতিবাদে ইবিতে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল

আপডেট সময় : ০৫:২৪:৫৭ অপরাহ্ণ, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পূর্তিতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শাহ আজিজুর রহমান হলের পুকুরপাড় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
মিছিলে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় প্রায় সব ছাত্র সংগঠন—ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিস ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীরা অংশ নেন। শিক্ষার্থীরা সাত দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাজিদের হত্যার ১০০ দিন পার হলেও দোষীদের এখনো গ্রেফতার করা হয়নি। তারা বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী খুন হলে তিন থেকে সাত দিনের মধ্যেই খুনিদের গ্রেফতার করা হয়। কিন্তু ইবি প্রশাসনের অদক্ষতা ও উদাসীনতায় তিন মাস দশ দিন পার হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।”
ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “সাজিদের হত্যার ১০০ দিন পেরিয়ে গেছে, কিন্তু খুনিদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। যদি এই হত্যার বিচার না হয়, তাহলে ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীই নিরাপদ থাকবে না।”
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “শহীদ সাজিদ আব্দুল্লাহ খুন হয়েছেন ১০১ দিন আগে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিআইডি বারবার সময় নিচ্ছে। আমরা আজ প্রশাসন ও সিআইডির সঙ্গে বৈঠকে বসব, তবে এটি হবে শেষ বৈঠক। এরপরও অগ্রগতি না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।”
উল্লেখ্য, গত ১৭ জুলাই একই পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে, যার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুকুরটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।