বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ Logo সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মদ ও ঔষধসহ আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ Logo কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা Logo চাঁদপুর ভূঁইয়ার ঘাট ডিঙ্গি মাঝি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি গঠন Logo টেকনাফে বিজিবির অভিযানে সাগর পথে মানব পাচারকালে দুই দালালসহ ৭ জন ভিকটিম উদ্ধার Logo দেশকে এগিয়ে নেয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে: তারেক রহমান Logo রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই কিয়েভের : জেলেনস্কি Logo তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান Logo চাঁদপুরে সোনালী ব্যাংকের সিবিএ নেতা আবদুস সামাদ মিয়ার ইন্তেকাল—সহকর্মীদের মাঝে গভীর শোক Logo পলাশবাড়ীতে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

বিচারহীনতার প্রতিবাদে ইবিতে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পূর্তিতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শাহ আজিজুর রহমান হলের পুকুরপাড় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
মিছিলে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় প্রায় সব ছাত্র সংগঠন—ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিস ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীরা অংশ নেন। শিক্ষার্থীরা সাত দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাজিদের হত্যার ১০০ দিন পার হলেও দোষীদের এখনো গ্রেফতার করা হয়নি। তারা বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী খুন হলে তিন থেকে সাত দিনের মধ্যেই খুনিদের গ্রেফতার করা হয়। কিন্তু ইবি প্রশাসনের অদক্ষতা ও উদাসীনতায় তিন মাস দশ দিন পার হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।”
ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “সাজিদের হত্যার ১০০ দিন পেরিয়ে গেছে, কিন্তু খুনিদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। যদি এই হত্যার বিচার না হয়, তাহলে ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীই নিরাপদ থাকবে না।”
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “শহীদ সাজিদ আব্দুল্লাহ খুন হয়েছেন ১০১ দিন আগে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিআইডি বারবার সময় নিচ্ছে। আমরা আজ প্রশাসন ও সিআইডির সঙ্গে বৈঠকে বসব, তবে এটি হবে শেষ বৈঠক। এরপরও অগ্রগতি না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।”
উল্লেখ্য, গত ১৭ জুলাই একই পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে, যার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুকুরটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

বিচারহীনতার প্রতিবাদে ইবিতে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল

আপডেট সময় : ০৫:২৪:৫৭ অপরাহ্ণ, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পূর্তিতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শাহ আজিজুর রহমান হলের পুকুরপাড় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
মিছিলে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় প্রায় সব ছাত্র সংগঠন—ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিস ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীরা অংশ নেন। শিক্ষার্থীরা সাত দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাজিদের হত্যার ১০০ দিন পার হলেও দোষীদের এখনো গ্রেফতার করা হয়নি। তারা বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী খুন হলে তিন থেকে সাত দিনের মধ্যেই খুনিদের গ্রেফতার করা হয়। কিন্তু ইবি প্রশাসনের অদক্ষতা ও উদাসীনতায় তিন মাস দশ দিন পার হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।”
ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “সাজিদের হত্যার ১০০ দিন পেরিয়ে গেছে, কিন্তু খুনিদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। যদি এই হত্যার বিচার না হয়, তাহলে ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীই নিরাপদ থাকবে না।”
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “শহীদ সাজিদ আব্দুল্লাহ খুন হয়েছেন ১০১ দিন আগে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিআইডি বারবার সময় নিচ্ছে। আমরা আজ প্রশাসন ও সিআইডির সঙ্গে বৈঠকে বসব, তবে এটি হবে শেষ বৈঠক। এরপরও অগ্রগতি না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।”
উল্লেখ্য, গত ১৭ জুলাই একই পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে, যার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুকুরটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।