খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)-এর নিরাপত্তা কর্মী আব্দুর সাত্তার (৬৫) বর্তমানে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিনের এই নিষ্ঠাবান কর্মীর পরিবার এখন চরম অর্থনৈতিক দুরবস্থার সম্মুখীন। চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করতে না পেরে বিশ্ববিদ্যালয় পরিবারের নিকট আর্থিক সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছেন তাঁর পরিবার।
আব্দুর সাত্তার খুবির একজন মাস্টাররোল নিরাপত্তা কর্মী। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করে এলেও তাঁর চাকরি এখনও স্থায়ী হয়নি। পাঁচ সদস্যের (দুই ছেলে ও তিন মেয়ে) পরিবার নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাওয়া এই কর্মীর শরীরে নানা ধরনের রোগ আগে থেকেই বাসা বেঁধেছিল। সর্বশেষ, ব্রেইনস্ট্রোকের কারণে তিনি হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং উন্নত চিকিৎসা প্রয়োজন। এই কঠিন সময়ে তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় মেটানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই, খুবি পরিবারসহ সমাজের বিত্তবান এবং সকল মহলের কাছে দ্রুত আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে এই নিরাপত্তা কর্মীকে বাঁচানো সম্ভব হয়।
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, “খুবি পরিবারে যখন কেউ এমন বিপদে পড়েন, তখন আমাদের সকলেরই পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। আব্দুর সাত্তার মামা দীর্ঘকাল ধরে আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা দিয়েছেন। তিনি আমাদের পরিবারেরই একজন সদস্য। আজ তিনি ব্রেইনস্ট্রোক করে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, অথচ শুধুমাত্র অর্থনৈতিক দুরবস্থার কারণে তাঁর চিকিৎসা ব্যাহত হচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক।