নিউজ ডেস্ক:
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। এ সময় ৫টি অটোরিকশা ও চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই অটোরিকশার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম এ সব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতাকৃতরা হচ্ছে- মজিবর, তাহের, জাহাঙ্গীর, নয়ন, মোসলেম, মো. শাহ আলম, মো. ঈমান আলী, মো. রহিম, মো. আলাউদ্দিন, মো. নাসির, মো. বাহাদুর হাওলাদার ও মো. আমিনুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা চালকদের সাথে সখ্যতা গড়ে চায়ের সাথে নেশাজাতীয় ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে নির্জন স্থানে ফেলে রেখে গাড়ি নিয়ে পালিয়ে নিয়ে যায়।
তিনি আরো বলেন, পরবর্তীতে সিএনজি মালিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ৬০ থেকে ৮০ হাজার টাকার বিনিময়ে সিএনজি অটোরিকশা ফেরত দেয়।