শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

বিপিএলে সেরার পুরস্কার জিতে কে কত টাকা পেলেন

ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার রুদ্ধশ্বাস লড়াই দিয়ে শেষ হয়েছে একাদশ আসরের বিপিএল। চিটাগংকে কাঁদিয়ে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে বরিশাল। শিরোপা হারালেও রানার্স-আপ হয়ে বড় অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে চিটাগং।

এছাড়া এবার প্রাইজমানি বাড়িয়ে দল ও ব্যক্তিগত পর্যায়ে দশ ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একাদশ আসরের চ্যাম্পিয়ন হয়ে বরিশাল পেয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। রানার্স-আপ চিটাগং পেয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।

এবারের আসরে প্রথমবারের মতো তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলকেও আর্থিক পুরস্কার দিয়েছে বিসিবি। তৃতীয় হয়ে খুলনা টাইগার্স ৬০ লাখ আর চতুর্থ হয়ে রংপুর রাইডার্স নিজেদের পকেটে পুরেছে ৪০ লাখ টাকা।

৩৫৫ রান ও ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হওয়া মেহেদী হাসান মিরাজের পকেটে গেছে ১০ লাখ টাকা। ফিফটির ইনিংসে দলকে জিতিয়ে ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে তামিম ইকবাল পেয়েছেন ৫ লাখ টাকা।

৫১১ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাঈম আর ২৫ উইকেট নিয়ে আসরের সেরা উইকেটশিকারি তাসকিন আহমেদ জিতেছেন ৫ লাখ করে টাকা।

৪৮৫ রান করে সেরা উদীয়মান খেলোয়াড় হয়ে ৩ লাখ টাকা পেয়েছেন তানজিদ হাসান তামিম। এছাড়া আসরের সেরা ফিল্ডারের খেতাব জিতে ৩ লাখ টাকা পেয়েছে মুশফিকুর রহিম। উইকেটের পেছনে থেকে ১৪ ডিসমিসালে অবদান রেখেছিলেন তিনি।

সব মিলিয়ে এবারের আসরে ৫ কোটি ৩১ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছে বিসিবি। অবশ্য প্রতি ম্যাচে ম্যাচসেরার পুরস্কার ধরলে টাকা অঙ্কটা আরও বেশি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular