নীলকন্ঠ ডেক্স :
স্মার্ট ভুমি সপ্তাহ, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেসকনফারেন্স অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ ই জুন হইতে ১২ জুন পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ পালনের লক্ষ্যে প্রেসকনফারেন্স করা হয়।
আজ বুধবার বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এ প্রেসকনফারেন্স অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা প্রেসকনফারেন্সে লিখিত বক্তব্যে বলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজকর্মী সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীগণের সেবা গ্রহিতা তথা সাধারণ নাগরিকদের নিয়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা করা হবে।
আগামী ০৮-ই জুন হতে সপ্তাহব্যাপী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গানে বিশেষ ভূমিসেবা বুথ স্থাপন করে নামজারিসহ অন্যান্য ভূমি সেবা প্রদান করা হবে।ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাসজমির কবুলিয়াত ও দলিল হস্তান্তর করা হবে।দেনা গ্রহিতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব প্রদান।
সার্বজনীন পেনশন স্কিম বুথ স্থাপনের মাধ্যমে সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন। ই-নামজারির আবেদন গ্রহণ। ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাজের দক্ষতার উপর সার্টিফিকেট প্রদান।ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা/ইউনিয়ন ভিত্তিক স্কুল/কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি,দামুড়হুদা মডেল থানার এস আই সরোয়ার হোসেন, ভুমি অফিসের নাজির মহিদুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদসহ দামুড়হুদা প্রেসক্লাব ও দর্শনা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।