নিজস্ব প্রতিবেদক :
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদসহ সব ধরনের অপশক্তি রুখতে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।সোমবার সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাতীয় জাদুঘরে ১১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মঞ্চ উদ্বোধনকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এদেশের বীর যোদ্ধারা স্বাধীনতা এনেছেন। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। একটি চক্র না বুঝে সাম্প্রদায়িকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাদের রুখে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ কোনো অপশক্তির কাছে মাথানত করেনি, করবেও না।
উদ্বোধনী অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলনের জীবন্ত কিংবদন্তী ভাষাসৈনিক মুজিবুর রহমানের হাতে আজীবন সম্মাননা ক্রেস্ট তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
এ সময় ভাষাসৈনিক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা এক দিনে আসেনি, এজন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। মায়ের ভাষা রক্ষায়ও আমাদের লড়াই করতে হয়েছে। দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলাদেশ কোনো ষড়যন্ত্রের কাছে হারতে পারেনি। সব ষড়যন্ত্র রুখে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।
গণ আজাদী লীগ, ওয়ান্ডাস মিডিয়া ও গণ আজাদী শিল্পগোষ্ঠী যৌথভাবে এ বিজয় উৎসবের আয়োজন করেছে। সভায় সভাপতিত্ব করেন গণ আজাদী লীগ সভাপতি এস কে সিকদার অ্যাডভোকেট।