নিউজ ডেস্ক:
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ শুক্রবার বেলা ১১টা ৫ মিনিটের দিকে নেতাকর্মীদের নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। স্মৃতিসৌধে এক মিনিট অবস্থান করেন খালেদা জিয়া।
পরে নেতাকর্মীদের নিয়ে বেরিয়ে আসেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রমুখ।
খালেদা জিয়ার আগমনকে ঘিরে সকাল থেকেই স্মৃতিসৌধে জড়ো হয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা।