নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে কন্যাশিশু হত্যার দায়ে বাবাসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জাফরুল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়গঞ্জ উপজেলার সরাইদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে ও নিহত শিশুর বাবা হাবিবুর রহমান হবি, তার ছোট ভাই বিশা সেখ, একই গ্রামের আব্দুস সালামের স্ত্রী বিলকিস বেগম, মাসুদ আলীর ছেলে আয়নাল শেখ এবং তার স্ত্রী মনোয়ারা বেগম।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, ২০০৪ সালে হাবিবুর রহমান একই গ্রামের ফিরোজা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর তাদের ঘরে কাকলী নামে এক মেয়ে সন্তানের জন্ম হয়। ফিরোজা বেগমের পরিবার গরিব হওয়ায় স্বামী হাবিবুর রহমান হবি তাকে প্রায়ই নির্যাতন করতেন। একপর্যায়ে হাবিবর তার স্ত্রী ফিরোজা বেগমকে তালাক দিলে তিনি তার মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। কিন্তু হাবিবুর রহমান তার সম্পত্তি থেকে মেয়েকে বঞ্চিত করার উদ্দেশ্যে তাকে হত্যার পরিকল্পনা করে। এরই একপর্যায়ে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর হাবিবুর তার মেয়েকে বাড়িতে এনে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত শিশু কাকলীর মা ফিরোজা বেগম বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন।দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার বিকেলে এ রায় প্রদান করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান ও আসামিপক্ষে ছিলেন রেজাউল করিম তালুকদার।