নিউজ ডেস্ক:
রাজধানীর বাড্ডায় ওষুধের দোকানের মালিককে তারই এক কর্মচারী ছুরিঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার দুপুরে উত্তর বাড্ডার টেম্পু স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার ওসি আব্দুল জলিল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কথাকাটাকাটির জের ধরে দোকান মালিক আউয়ালকে (৫২) কর্মচারী ফকরুল ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।