চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন লোকনাথপুর গ্রামের মোঃ রিন্টু ইসলাম (৪২), পিতা-মোঃ মোশেক মন্ডল, শাবল দিয়ে ছাদের উপর রাজমিস্ত্রির কাজ করার সময় উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে অসাবধানতাবশত শাবলটি স্পর্শ লেগে বিদ্যুৎ শখ পেয়ে গুরুতর আহত হয়।
পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার পূর্বক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারদের কর্ম বিরতি থাকায় এবং রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তার পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।