দুপুরের পর কেন্দ্রে পৌছে যাবে নির্বাচনী সরঞ্জাম !

0
52

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) বৃহস্পতিবার। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

বুধবার দুপুরের পর থেকে নগরীর ১৭৪টি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ বিভিন্ন ধরনের নির্বাচনী সামগ্রী সরবরাহ শুরু হবে। সন্ধ্যার মধ্যে প্রতিটি ক্যাম্পে হাজির থাকবেন আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার নির্বাচন চলাকালে প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার। তিনি জানান, পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্য, প্রিসাইডিং অফিসারসহ প্রায় ৯৫০ জন জনবল থাকছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সম্পন্ন করতে। এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নারায়ণগঞ্জে একজন মেয়র, ২৭ জন সাধারণ কাউন্সিলর ও নয়জন সংরক্ষিত নারী আসনের জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।