রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠিতে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল ও এনজিওদের করণীয়’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। ২৫ ডিসেম্বর রোববার বিকালে ঝালকাঠির জেলা প্রশাসন কার্য়ালয়ের ২ নং সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন সমূহের সমন্বয়কারী সংস্থা ‘এডাব’ এর আয়োজনে জেলা এডাব সভাপতি ও সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর ।
‘জাতীয় শুদ্ধাচার কৌশল ও এনজিওদের করণীয়’ বিষয়ক সেমিনারে তথ্যপত্র উপস্থাপন করেন এডাবের বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী কে এম জাহাঙ্গীর আলম । উক্ত সেমিনারে জেলা এডাবের সদস্যসচিব ও শ্রমজীবী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. নান্না মিয়া, জেলা ব্র্যাক প্রতিনিধি আবদুস সামাদ, আশা’র সিনিয়র জেলা ম্যানেজার মো. জসিম উদ্দিন, কোডেক এর রিড প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল অফিসার হাসিনা পারভীন, দ্য হাঙ্গার প্রজেক্টের সম্বয়কারী জাকির হোসেন দুলাল, জাগরণী চক্র ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক আজাদ রহমান, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা প্রমুখ আলোচনায় অংশ নেন।
এছাড়া সেমিনারে যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক মো. মহসিন, জেলা এডাবের সহসভাপতি ও বন্ধন কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ফাতেমা জাহান রুনু, এডাবের নির্বাহী সদস্য ও আঙ্গিণা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডালিয়া নাসরীন, হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংস্থার এরিয়া ম্যানেজার মো. আনোয়ারুল ইসলাম, ভোসড এর জেলা সমন্বয়কারী মো. ইউসুফ আলী, সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ, ভিসিডিএস এর মো. জাকির খান, মিতু সেতু এডুকেশন চ্যারিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান আকন, দুস্থ মানব উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর এম এ হাসান, দেশবাংলা ফাউন্ডেশনের মো. রেজাউল করিম, দুস্থ কল্যাণ সংস্থার মো. কবির হোসেন প্রমুখ অংশ নেন।
সেমিনারে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও এনজিওদের করণীয় বিষয় নিয়ে আলোচনার পর সুপারিশমালা গ্রহণ করা হয়।