নিউজ ডেস্ক:
ভারাটিয়াদের তথ্য গোপন ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় রাজধানীর মিরপুরের কল্যাণপুর জাহাজ বাড়িরমালিকসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।
চার্জশিটভুক্ত আসমিরা হলেন, বাড়ীর মালিক আতাহার উদ্দিন, আতাহারের স্ত্রী মমতাজ পারভীন, ছেলে মাজহারুল ইসলাম, জনৈক তৌফিক, মমিন উদ্দিন ও জাকির হোসেন।
এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, আদালতে এ চার্জশিট দাখিল করার পরে মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহামন বিচারের জন্য প্রস্তুত করার অনুমাতি দিয়েছেন। বুধবার এ মামলা বিচারিক আদালতে বদলি করা হবে। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা গত ২৩ নভেম্বর আদালতে এ চার্জশিট দাখিল করেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৬ জুলাই পুলিশ মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর ৫নং রোড়ের ৫৩নং জাহাজ বিল্ডিংয়ে সন্ত্রাসী বা জঙ্গি আছে কিনা তল্লাশি করতে যান। বাড়ীর দ্বিতীয় তলায় বিবাদী মমতাজ পারভীনসহ চারজন পুলিশের কাজে বাধা প্রদান করেন। ওই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন পুলিশ। এর আগে কল্যাণপুরে ওই বাড়ি থেকে গত ২৬ জুলাই ভোরে যৌথবাহিনীর অভিযানে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়।