বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র লন্ডনেও আঘাত হানতে পারে !

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পরমাণু ইস্যুতে উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই। বরং পরমাণু অস্ত্রধর উত্তর কোরিয়ার সঙ্গে মারাত্মক যুদ্ধের আশঙ্কা রয়েছে।
এমনকি পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র লন্ডনের ওপরেও আঘাত করতে পারে। এমনই আশঙ্কার কথা প্রকাশ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালোন।

এই হুঁশিয়ারির বিষয়ে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা ক্রমেই বাড়ছে এবং লস অ্যাঞ্জেলসের তুলনায় লন্ডনের দূরত্ব কম।

এর আগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, পাশ্চাত্যের হিসেবে ভুল হলেই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সংঘাত বেঁধে যাবে। যে কোনও মূল্যে এটা এড়াতে হবে বলেও জানান তিনি।

বিবিসির ওয়ান’স দ্যা অ্যান্ড্রু মার শোতে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ মন্ত্রী। উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার কয়েক দিনের মধ্যেই এই অনুষ্ঠানে অংশ নেন তিনি। এই বোমাকে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবএমে করে ছোঁড়ার উপযোগী বলে দাবি করেছে পিয়ংইয়ং।

Similar Articles

Advertismentspot_img

Most Popular