দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষন, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। সোমবার বিকেলে কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি পালাখাল বাসস্ট্যান্ড হয়ে বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গনে মিলিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ফ্রান্স শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুল হাসান ভূঁইয়া।
এ সময় বক্তারা,সারাদেশে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন বন্ধের দাবি করেন এবং ধর্ষণ কারীদের শাস্তির দাবী জানান।
এসময় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী,উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেল,আমিন উদ্দিন পাঠান,সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস প্রধানীয়া,কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির খন্দকার,সাধারন সম্পাদক শাহরিয়ার রাহুল সহ ইউনিয়নের ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছবিঃ ধর্ষকদের শাস্তির দাবিতে কচুয়ায় ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন।