নিউজ ডেস্ক:
উগান্ডায় লেক আলবার্টে ফুটবল দল ও তাদের ভক্তসহ ৪৫ জনকে নিয়ে ডুবে গেছে একটি নৌকা।
এ ঘটনায় ৩০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। উগান্ডা পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহনের কারণে এবং একপাশে বেশি যাত্রী চলে আসায় ভারসাম্য হারিয়ে ডুবে যায় নৌকাটি।
এ পর্যন্ত নয়জনের মৃতদেহ এবং ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের সবাই মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লেক আলবার্ট, এমন কি আফ্রিকায় নৌকাডুবির ঘটনা অহরহ। ত্রুটিপূর্ণ, পুরোনো নৌকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণেই মূলত দুর্ঘটনা ঘটে থাকে।
উগান্ডার বুলিসা জেলার ফুটবল দলটি বড়দিন উপলক্ষে হোইমা জেলায় খেলতে যাচ্ছিল। নেচে-গেয়ে, বাজি বাজিয়ে আনন্দ করছিলেন খেলোয়াড় ও তাদের ভক্তরা। হঠাৎ একপাশে বেশি যাত্রী চলে আসায় নৌকাটি ডুবে যায়।
জেলেরা উদ্ধার কাজে সরকারি কর্তৃপক্ষকে সাহায্য করছে। এর আগে নভেম্বর মাসে লেক আলবার্টে নৌকাডুবিতে ১০ জনের মৃত্যু হয়।