২ হাউজকে ৫৫ লাখ টাকা জরিমানা !

0
36

নিউজ ডেস্ক:

আইন ভঙ্গের দায়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ২ ব্রোকারেজ হাউজকে মোট ৫৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্রোকারেজ হাউজ দুটি হলো- চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) অ্যাসোসিয়েট ক্যাপিটাল সিকিউরিটিজ এবং ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) অ্যালায়েন্স সিকিউরিটজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড।

গতকাল মঙ্গলবার বিএসইসির ৫৯৫তম কমিশন সভায় এ জরিমানা করা হয়।

অ্যাসোসিয়েট ক্যাপিটাল সিকিউরিটিজ কনসোলিডেটেড কাস্টমারের অ্যাকাউন্টে ঘাটতি দেখিয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ (১) লঙ্ঘন করেছে। একইসঙ্গে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর দ্বিতীয় তফসিলের বিধি ১ ও ৬ লঙ্ঘন করেছে।

এছাড়াও নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়-বিক্রয়ে নেটিং সুবিধা প্রদান করে আইন লঙ্ঘন করেছে অ্যাসোসিয়েট ক্যাপিটাল সিকিউরিটিজ।এসব আইন ভঙ্গের দায়ে অ্যাসোসিয়েট ক্যাপিটাল সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউজ অ্যালায়েন্স সিকিউরিটজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড অনুমোদিত প্রতিনিধির আত্মীয়ের নামে শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ দিয়েছে। ঋণ চুক্তি ছাড়াই মার্জিন ঋণ সুবিধা প্রদান করেছে অনুমোদিত সীমার বাইরে গিয়ে। প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে বিএসইসি দেখতে পায় পরিচালক ও আত্মীয়সহ মোট ১১ জনকে বেআইনিভাবে ঋণ প্রদান করা হয়েছে।

এ আইন লঙ্ঘনের কারণে কমিশন অ্যালায়েন্স সিকিউরিটজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে।