পাবিপ্রবিতে পদ্মা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২৫:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৭৩১ বার পড়া হয়েছে

পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পদ্মা জেলার ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২-এ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন পদ্মা ছাত্র কল্যাণ সমিতি এই অনুষ্ঠানটির আয়োজন করে।

সমিতির সভাপতি জে আর মাহতাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিন শাহরিয়ার রহমান নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রওশন ইয়াজদানী, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক লায়লা আরজুমান বানু এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক নিতুন কুমার পোদ্দার। এ সময় পদ্মা ছাত্র কল্যাণ সমিতির অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রওশন ইয়াজদানী বলেন, “জেলা সমিতি হলো নিজ জেলার শিক্ষার্থীদের জন্য এক মিলনমেলা, যেখানে সবাই একে অপরের পাশে দাঁড়াতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই সমিতির সদস্য সংখ্যা বাড়ছে, যা অত্যন্ত ইতিবাচক।”

নবীন বরণ পর্বে নতুন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলের মাধ্যমে সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করার বার্তা দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাবিপ্রবিতে পদ্মা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২৫:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পদ্মা জেলার ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২-এ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন পদ্মা ছাত্র কল্যাণ সমিতি এই অনুষ্ঠানটির আয়োজন করে।

সমিতির সভাপতি জে আর মাহতাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিন শাহরিয়ার রহমান নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রওশন ইয়াজদানী, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক লায়লা আরজুমান বানু এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক নিতুন কুমার পোদ্দার। এ সময় পদ্মা ছাত্র কল্যাণ সমিতির অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রওশন ইয়াজদানী বলেন, “জেলা সমিতি হলো নিজ জেলার শিক্ষার্থীদের জন্য এক মিলনমেলা, যেখানে সবাই একে অপরের পাশে দাঁড়াতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই সমিতির সদস্য সংখ্যা বাড়ছে, যা অত্যন্ত ইতিবাচক।”

নবীন বরণ পর্বে নতুন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলের মাধ্যমে সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করার বার্তা দেওয়া হয়।