আটক ডুবোযান ফেরত চেয়েছে আমেরিকা!

0
49

নিউজ ডেস্ক:

দক্ষিণ চীন সাগর থেকে আটক করা মার্কিন ড্রোন ডুবোযান ফেরত চেয়েছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, “সমুদ্রের তলদেশ থেকে চীন এ ড্রোন বেআইনীভাবে আটক করেছে এবং এর মাধ্যমে বিতর্কিত পানিসীমায় ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। এ অবস্থায় আমরা চীনকে আটক করা ড্রোন দ্রুত ফেরত দেয়ার ও আন্তর্জাতিক আইন-কানুন মেনে চলার আহ্বান জানাচ্ছি।”

পেন্টাগন দাবি করেছে, মার্কিন মহাসমুদ্রবিদ্যা বিষয়ক জরিপের জন্য ড্রোনটি দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক পানিসীমায় মোতায়েন করা হয়েছিল এবং চীন একটি ছোট নৌযান দিয়ে সেটি বৃহস্পতিবার আটক করে নিয়ে গেছে। এ সময় মার্কিন রেডিও যোগাযোগকেও পাত্তা দেয়নি চীন।

মার্কিন এ ড্রোন আটকের পর চীন ও আমেরিকার মধ্যে চরম উত্তেনা দেখা দিয়েছে এবং ধারণা করা হচ্ছে গত ১৫ বছরের মধ্যে দুই দেশের মধ্যে এত বেশি উত্তেজনা কখনো তৈরি হয়নি। দক্ষিণ চীন সাগরে মার্কিন উপস্থিতির তীব্র সমালোচনা করে আসছে বেইজিং।