খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১০:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খাদ্য সপ্তাহ উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা প্রান্তজন, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক ও এ্যাকশন এইডের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, খাদ্য নিয়ে ভীতির সৃষ্টি হওয়ায় খাদ্যের অধিকার নিশ্চিত করতে রাজপথে নামতে হচ্ছে। কেবল মুখে নয়, সকল নাগরিকের খাদ্য অধিকার মৌলিক সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। নির্ধারণ করতে হবে সুষম ও নিরাপদ খাদ্যের। প্রতিষ্ঠা করতে হবে কৃষকের অধিকার। এ ছাড়ার নারী কৃষকদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানান বক্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন!

আপডেট সময় : ০৬:১০:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খাদ্য সপ্তাহ উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা প্রান্তজন, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক ও এ্যাকশন এইডের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, খাদ্য নিয়ে ভীতির সৃষ্টি হওয়ায় খাদ্যের অধিকার নিশ্চিত করতে রাজপথে নামতে হচ্ছে। কেবল মুখে নয়, সকল নাগরিকের খাদ্য অধিকার মৌলিক সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। নির্ধারণ করতে হবে সুষম ও নিরাপদ খাদ্যের। প্রতিষ্ঠা করতে হবে কৃষকের অধিকার। এ ছাড়ার নারী কৃষকদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানান বক্তারা।