বৃহস্পতিবার | ২২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়, খালেদা জিয়ার জন্য দোয়া হ্যাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান Logo প্রতীক বরাদ্দের পর নেতা-কর্মীদের উচ্ছ্বাস সুফিবাদী সমাজ ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হোন — মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo সাতক্ষীরার ৪টি আসনে ২০ চূড়ান্ত প্রার্থীর প্রতীক বরাদ্দ Logo খুবিতে ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo প্রতীক পেলেন চাঁদপুরের পাঁচ আসনের ৩৫ প্রার্থী, জমে উঠছে নির্বাচনী মাঠ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন দেশের পাল্টা ব্যবস্থা

  • আপডেট সময় : ০২:২১:৫১ অপরাহ্ণ, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

নিজেদের সবচেয়ে বড় তিন বাণিজ্য সহযোগীর সব পণ্যে বাড়তি শুল্কারোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অপর দিকে চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

ওয়াশিংটনের পক্ষ থেকে এমন নির্বাহী আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে অটোয়া ও মেক্সিকো সিটি। অপর দিকে বেইজিং বলছে, তারা ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার কাছে অভিযোগ জানাবে। এছাড়া খুব দ্রুত অনুরূপ পাল্টা ব্যবস্থাও নেওয়া হবে।

ট্রাম্পের দাবি, মার্কিন জনগণকে বিষাক্ত মাদক ফেনাটিল হাত থেকে বাঁচাতে এবং অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে তার এই শুল্কারোপের সিদ্ধান্ত।

এ দিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাম পার্দো তার প্রতিক্রিয়ায় বলেন, শুল্ক আরোপের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। সমস্যা সমাধানে আলোচনা করতে হবে। যদিও ট্রাম্পের অভিযোগ, মেক্সিকোর মাদক সম্রাটদের সঙ্গে দেশটির সরকারের সরাসরি যোগাযোগ রয়েছে এবং তারা তাদের সহায়তা করেছে। মূলত তার এ অভিযোগের প্রেক্ষিতে মেক্সিকান প্রেসিডেন্ট পাল্টা দাবি করেন, মাদক সম্রাটদের কাছে যেন অস্ত্র না পৌঁছায় সেটি যেন মার্কিন সরকার নিশ্চিত করে।

অপর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংবাদ সম্মেলনে বলেন, আমরা এই জায়গায় আসতে চাইনি। আমরা এটি চাইনি। কিন্তু কানাডিয়ানদের জন্য দাঁড়াতে আমরা পিছপা হব না।

জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের ১৫৫ বিলিয়ন সমপরিমাণ পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। যার মধ্যে ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর আগামী মঙ্গলবার থেকেই শুল্ক আরোপ শুরু হবে। আর বাকিগুলো আরোপিত হবে ২১ দিনে।

সূত্র: বিবিসি, সিএনএন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন দেশের পাল্টা ব্যবস্থা

আপডেট সময় : ০২:২১:৫১ অপরাহ্ণ, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫

অনলাইন ডেস্ক:

নিজেদের সবচেয়ে বড় তিন বাণিজ্য সহযোগীর সব পণ্যে বাড়তি শুল্কারোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অপর দিকে চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

ওয়াশিংটনের পক্ষ থেকে এমন নির্বাহী আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে অটোয়া ও মেক্সিকো সিটি। অপর দিকে বেইজিং বলছে, তারা ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার কাছে অভিযোগ জানাবে। এছাড়া খুব দ্রুত অনুরূপ পাল্টা ব্যবস্থাও নেওয়া হবে।

ট্রাম্পের দাবি, মার্কিন জনগণকে বিষাক্ত মাদক ফেনাটিল হাত থেকে বাঁচাতে এবং অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে তার এই শুল্কারোপের সিদ্ধান্ত।

এ দিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাম পার্দো তার প্রতিক্রিয়ায় বলেন, শুল্ক আরোপের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। সমস্যা সমাধানে আলোচনা করতে হবে। যদিও ট্রাম্পের অভিযোগ, মেক্সিকোর মাদক সম্রাটদের সঙ্গে দেশটির সরকারের সরাসরি যোগাযোগ রয়েছে এবং তারা তাদের সহায়তা করেছে। মূলত তার এ অভিযোগের প্রেক্ষিতে মেক্সিকান প্রেসিডেন্ট পাল্টা দাবি করেন, মাদক সম্রাটদের কাছে যেন অস্ত্র না পৌঁছায় সেটি যেন মার্কিন সরকার নিশ্চিত করে।

অপর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংবাদ সম্মেলনে বলেন, আমরা এই জায়গায় আসতে চাইনি। আমরা এটি চাইনি। কিন্তু কানাডিয়ানদের জন্য দাঁড়াতে আমরা পিছপা হব না।

জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের ১৫৫ বিলিয়ন সমপরিমাণ পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। যার মধ্যে ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর আগামী মঙ্গলবার থেকেই শুল্ক আরোপ শুরু হবে। আর বাকিগুলো আরোপিত হবে ২১ দিনে।

সূত্র: বিবিসি, সিএনএন