বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন বলেছে, কোনো আইনজীবী অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেলে স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আলিফ হত্যা পুরো বাংলাদেশের আইনজীবীসহ ১৮ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। এছাড়া ইসকন নিষিদ্ধের দাবিও তুলেছে সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান (মিলন) স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন কার্যকরী কমিটি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্র সংগঠন ইসকন সদস্যদের হামলা দ্বারা গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। উল্লেখ্য যে, নিহত সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য (সদস্য নং-১৪৭৫৩)। কোনো আইনজীবী অনাকাঙ্খিত ভাবে মারা গেলে স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরন হয়। আলিফকে হত্যা করার এই ঘটনা সারা বাংলাদেশের আইনজীবীসহ ১৮ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরন করেছে।
আরও বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিগত জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র জনতার গণ-আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিস্ট মতাদর্শে বিশ্বাসীরা দেশি-বিদেশি দোসরদের নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে।