ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় বোমা হামলা আরও তীব্র করেছে। গত দুই দিনে এসব হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২০ জন ফিলিস্তিনি।
শনিবার (২৩ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজার জেইতুন শহরতলির একটি আবাসিক ভবনে রাতের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া মধ্য ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায়ও হতাহতের ঘটনা ঘটেছে।
ইসরায়েলি বিমান হামলায় মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আল-ফারুক মসজিদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর গাজায় বোমা হামলা ও স্থল অভিযানও জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
তিনি আরও জানান, হামলায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে। তারা জানায়, কামাল আদওয়ান হাসপাতালের এলাকায় হামলার বিষয়ে তাদের কোনো তথ্য নেই।
গাজায় ইসরায়েলের বোমা হামলার ফলে সেখানকার নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আহত ও নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।