শুক্রবার | ৩০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু Logo চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক Logo চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন Logo খুলনা-৬ আসনে জীবনমান উন্নয়নের অঙ্গীকার বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর Logo অ্যাসেটের অর্থায়নে কর্মমুখী সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে-যুগ্ম সচিব মুহাম্মদ মূনীরুজ্জামান ভূঁইয়া Logo চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ Logo ভোট চাইতে গিয়ে মিলছে হাসি, ভোটারদের কণ্ঠে একটাই কথা—ধানের শীষ’ Logo ধানের শীর্ষের পক্ষে প্রচার প্রচারণায় পলাশবাড়ীতে কারা নির্যাতিত নেতাকর্মীদের পরিবার  Logo নীলকমল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তারা যেনো ভিন্ন কোনো গ্রহের -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু ১২ নভেম্বর, লটারি ডিসেম্বরে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৬:৪৬ পূর্বাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৭৯৫ বার পড়া হয়েছে

দেশের সব সরকারি মাধ্যমিক স্কুল এবং মেট্রোপলিটন ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোতে নতুন বছরের ভর্তির আবেদন শুরু হবে আগামী ১২ নভেম্বর। এই প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) রোববার এই কেন্দ্রীয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা মহানগরীর ভর্তি কমিটির সদস্য সচিব এবং মাউশির মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন জানান, ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তির ফলাফল ঘোষণা করা হবে। আবেদনকারীদের জন্য কোনো ফরম সরাসরি বিতরণ করা হবে না, পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।

উপজেলা পর্যায়ের বেসরকারি স্কুলগুলো স্থানীয় ভর্তি কমিটির অনুমোদন নিয়ে সরাসরি লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে পারবে, তবে মেট্রোপলিটন ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোর মতো তাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে না।

এছাড়া তিনি জানান, “স্কুলগুলোর প্রধান শিক্ষকরা শূন্যপদের তথ্য প্রদান করবেন, যা ৮ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে।”

আবেদনের প্রক্রিয়া:

https://gsa.teletalk.com.bd/ লিংকে ঢুকে সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদাভাবে আবেদন করা যাবে।

আবেদনের সময় সরকারি স্কুলের ক্ষেত্রে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলের ক্ষেত্রে মেট্রোপলিটন এলাকা ও জেলার সদর উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে।

প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দের ক্রম নির্বাচন করতে পারবে। ডাবল শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু ১২ নভেম্বর, লটারি ডিসেম্বরে

আপডেট সময় : ০৯:১৬:৪৬ পূর্বাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

দেশের সব সরকারি মাধ্যমিক স্কুল এবং মেট্রোপলিটন ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোতে নতুন বছরের ভর্তির আবেদন শুরু হবে আগামী ১২ নভেম্বর। এই প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) রোববার এই কেন্দ্রীয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা মহানগরীর ভর্তি কমিটির সদস্য সচিব এবং মাউশির মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন জানান, ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তির ফলাফল ঘোষণা করা হবে। আবেদনকারীদের জন্য কোনো ফরম সরাসরি বিতরণ করা হবে না, পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।

উপজেলা পর্যায়ের বেসরকারি স্কুলগুলো স্থানীয় ভর্তি কমিটির অনুমোদন নিয়ে সরাসরি লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে পারবে, তবে মেট্রোপলিটন ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোর মতো তাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে না।

এছাড়া তিনি জানান, “স্কুলগুলোর প্রধান শিক্ষকরা শূন্যপদের তথ্য প্রদান করবেন, যা ৮ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে।”

আবেদনের প্রক্রিয়া:

https://gsa.teletalk.com.bd/ লিংকে ঢুকে সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদাভাবে আবেদন করা যাবে।

আবেদনের সময় সরকারি স্কুলের ক্ষেত্রে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলের ক্ষেত্রে মেট্রোপলিটন এলাকা ও জেলার সদর উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে।

প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দের ক্রম নির্বাচন করতে পারবে। ডাবল শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে।