নিউজ ডেস্ক:
জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মিডফিল্ডার মাতেও কোভাচিচকে ছাড়ার কোনো পরিকল্পনা মাদ্রিদের নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ক্লাবটির পরিচালক হোসে অ্যাঞ্জেল সানচেজ।
সেপ্টেম্বরের পরে প্রথমবারের মত মঙ্গলবার ফুয়েনলাব্রাডার বিপক্ষে কোপা ডেল রে’র সাথে ড্র করা ম্যাচে খেলতে নেমেছিলেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।
পেশীর ইনজুরির কারণে তিনি বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। গত মৌসুমের শেষে ২৩ বছর বয়সী কোভাচিচের সানতিয়াগো বার্নাব্যু ছাড়ার গুজব শোনা গিয়েছিল। আগামী ট্রান্সফার উইন্ডোতে আবারো তার দল বদলের খবর শোনা যাচ্ছে। যদিও সানচেজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোভাচিচ বিক্রয়ের জন্য নয়। যদিও চলতি বছর তাকে দলে নিতে টটেনহ্যাম ও ইন্টার আগ্রহ প্রকাশ করেছিল।
এ সম্পর্কে সানচেজ বলেছেন, তাকে ছাড়ার প্রশ্নই আসে না। এ ব্যাপারে কোনো প্রস্তাব আসলে আমরা নাকচ করে দিব। গত গ্রীষ্মেও অনেক প্রস্তাব এসেছিল। জুভেন্টাস ও এসি মিলান এ ব্যপারে আগ্রহ না দেখালেও ইন্টার আগ্রহী ছিল।
এছাড়া ইংল্যান্ডের টটেনহ্যামও এই তালিকায় আছে।
সানচেজ আরও বলেন, মাতেও খুব ভালভাবেই জানে যে ক্লাবগুলো তার প্রতি আগ্রহ দেখাচ্ছে তাদের মূল একাদশেই সে সুযোগ পাবে। আবার মাদ্রিদও তাকে দলে রাখতে চায়। ক্লাবের ভবিষ্যত তার ওপর অনেকটাই নির্ভরশীল।