শিরোনাম :
Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত! Logo “শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান Logo সিরাজগঞ্জে বসতবাড়ির জমি দখলের হুমকির অভিযোগে জিডি Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ 

শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল অতিহ্যবাহী লাঠি খেলা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৪৯:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ প্রতিবছরের ন্যায় মহা ধুম ধামে ঝিনাইদহের শৈলকুপা ভাটই বাজারের ফুলহরি গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল অতিহ্যবাহী লাঠি খেলা। ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অতিহ্যবাহী লাঠি খেলা বৃহস্পতিবার বিকালে শুরু হয়। এবারে লাঠি খেলার সমস্ত প্রকার আয়োজনে ছিলেন ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বর আজাদুর রহমান পাতাহার, ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমীটির সম্মানীত সদস্য আবুল কালাম আজাদ, মতিয়ার বিশ্বাস, মজনু, কলম বিশ্বাস সহ ফুলহরি গ্রামবাসী। এবারের লাঠি খেলায় ১৪/১৫টি গ্রামের বিখ্যাত লাঠিয়াল বাহিনী অংশ গ্রহণ করেন। এদের মধ্যে বিত্তিপাড়া, কাজীপাড়া, কলম নগর পুটিমারী, গোলাপ নগর, গাড়াবাড়ীয়া, দুধসর, চাঁদপুর, রামচন্দ্রপুর, চাকলা পাড়া, দেবী নগর নাটাবাড়ীয়া, ফুলহরী গ্রামের বিখ্যাত লাঠিয়াল বাহিনী উক্ত খেলায় অংশ গ্রহণ করেন।

এ খেলা দেখতে এলাকা সহ দুর-দুরান্তের শত শত ছেলে ও মেয়েরা ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ভিড় জমায়। স্থানীয়দের মধ্যে আমির হামজা (৬০), আজিবার মন্ডল (৭৬) বলেন, আমরা ৫০/৬০ বছর ধরে আমরা খেলা দেখছি। আগে বিভিন্ন ধরনের খেলা হতো, এখন ডিজিটাল যুগে আর সেসব খেলা দেখা যায় না। তবে লাঠি খেলা ভালোবাসী তাই দেখতে ছুটে এসেছি। তাছাড়া আমরা নিজেরাও লাঠিখেলা করি। আজকেউ ফুলহরি স্কুল মাঠে আমরাও লাঠি খেলা করবো। অতিহ্যবাহী লাঠি খেলা দেখতে উপস্থিত হন শৈলকুপার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার, জেলা পরিষদ সদস্য রেজাউল করীম খাঁ, ইউপি সদস্য ৪নং ওয়ার্ডের আবু বকর বিশ্বাস, ইউপি সদস্য ৩নং ওয়ার্ডের আশরাফুল ইসলাম, সাংবাদিক জাহিদুর রহমান তারিক সহ আরো অনেকে। উল্লেখ্য, ধারাবাহীকভাবে প্রায় ৬০ বছর ধরে শৈলকুপার ভাটই বাজারের ফুলহরি গ্রামে এ অতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয় বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান

শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল অতিহ্যবাহী লাঠি খেলা

আপডেট সময় : ০৬:৪৯:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ প্রতিবছরের ন্যায় মহা ধুম ধামে ঝিনাইদহের শৈলকুপা ভাটই বাজারের ফুলহরি গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল অতিহ্যবাহী লাঠি খেলা। ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অতিহ্যবাহী লাঠি খেলা বৃহস্পতিবার বিকালে শুরু হয়। এবারে লাঠি খেলার সমস্ত প্রকার আয়োজনে ছিলেন ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বর আজাদুর রহমান পাতাহার, ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমীটির সম্মানীত সদস্য আবুল কালাম আজাদ, মতিয়ার বিশ্বাস, মজনু, কলম বিশ্বাস সহ ফুলহরি গ্রামবাসী। এবারের লাঠি খেলায় ১৪/১৫টি গ্রামের বিখ্যাত লাঠিয়াল বাহিনী অংশ গ্রহণ করেন। এদের মধ্যে বিত্তিপাড়া, কাজীপাড়া, কলম নগর পুটিমারী, গোলাপ নগর, গাড়াবাড়ীয়া, দুধসর, চাঁদপুর, রামচন্দ্রপুর, চাকলা পাড়া, দেবী নগর নাটাবাড়ীয়া, ফুলহরী গ্রামের বিখ্যাত লাঠিয়াল বাহিনী উক্ত খেলায় অংশ গ্রহণ করেন।

এ খেলা দেখতে এলাকা সহ দুর-দুরান্তের শত শত ছেলে ও মেয়েরা ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ভিড় জমায়। স্থানীয়দের মধ্যে আমির হামজা (৬০), আজিবার মন্ডল (৭৬) বলেন, আমরা ৫০/৬০ বছর ধরে আমরা খেলা দেখছি। আগে বিভিন্ন ধরনের খেলা হতো, এখন ডিজিটাল যুগে আর সেসব খেলা দেখা যায় না। তবে লাঠি খেলা ভালোবাসী তাই দেখতে ছুটে এসেছি। তাছাড়া আমরা নিজেরাও লাঠিখেলা করি। আজকেউ ফুলহরি স্কুল মাঠে আমরাও লাঠি খেলা করবো। অতিহ্যবাহী লাঠি খেলা দেখতে উপস্থিত হন শৈলকুপার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার, জেলা পরিষদ সদস্য রেজাউল করীম খাঁ, ইউপি সদস্য ৪নং ওয়ার্ডের আবু বকর বিশ্বাস, ইউপি সদস্য ৩নং ওয়ার্ডের আশরাফুল ইসলাম, সাংবাদিক জাহিদুর রহমান তারিক সহ আরো অনেকে। উল্লেখ্য, ধারাবাহীকভাবে প্রায় ৬০ বছর ধরে শৈলকুপার ভাটই বাজারের ফুলহরি গ্রামে এ অতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয় বলে গ্রামবাসীরা জানিয়েছেন।