শিরোনাম :
Logo বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার! Logo তেঁতুলিয়া এলজিইডি অফিসে দুদকের অভিযান, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে তদন্ত Logo নাবা জিরো ৫৫ বীজে ভুট্টার ফলন হয়নি, চুয়াডাঙ্গায় শতাধিক কৃষকের কোটি টাকার ক্ষতি Logo ১২০০ আহতকে সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা Logo নির্বাচনব্যবস্থা সংস্কারে কয়েকটি প্রস্তাব Logo সমালোচনা ও আত্মসমালোচনা Logo দীপ্ত টিভির সংবাদ বন্ধ করতে বলেনি সরকার, বললেন তথ্য উপদেষ্টা Logo মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবববন্ধন Logo ইসির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে যা বললো জামায়াত Logo রাজনৈতিক চাপে জুলাই চার্টার দ্রুত করে নির্বাচনের দিকে যাচ্ছে সরকার

শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল অতিহ্যবাহী লাঠি খেলা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৪৯:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৩৭ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ প্রতিবছরের ন্যায় মহা ধুম ধামে ঝিনাইদহের শৈলকুপা ভাটই বাজারের ফুলহরি গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল অতিহ্যবাহী লাঠি খেলা। ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অতিহ্যবাহী লাঠি খেলা বৃহস্পতিবার বিকালে শুরু হয়। এবারে লাঠি খেলার সমস্ত প্রকার আয়োজনে ছিলেন ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বর আজাদুর রহমান পাতাহার, ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমীটির সম্মানীত সদস্য আবুল কালাম আজাদ, মতিয়ার বিশ্বাস, মজনু, কলম বিশ্বাস সহ ফুলহরি গ্রামবাসী। এবারের লাঠি খেলায় ১৪/১৫টি গ্রামের বিখ্যাত লাঠিয়াল বাহিনী অংশ গ্রহণ করেন। এদের মধ্যে বিত্তিপাড়া, কাজীপাড়া, কলম নগর পুটিমারী, গোলাপ নগর, গাড়াবাড়ীয়া, দুধসর, চাঁদপুর, রামচন্দ্রপুর, চাকলা পাড়া, দেবী নগর নাটাবাড়ীয়া, ফুলহরী গ্রামের বিখ্যাত লাঠিয়াল বাহিনী উক্ত খেলায় অংশ গ্রহণ করেন।

এ খেলা দেখতে এলাকা সহ দুর-দুরান্তের শত শত ছেলে ও মেয়েরা ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ভিড় জমায়। স্থানীয়দের মধ্যে আমির হামজা (৬০), আজিবার মন্ডল (৭৬) বলেন, আমরা ৫০/৬০ বছর ধরে আমরা খেলা দেখছি। আগে বিভিন্ন ধরনের খেলা হতো, এখন ডিজিটাল যুগে আর সেসব খেলা দেখা যায় না। তবে লাঠি খেলা ভালোবাসী তাই দেখতে ছুটে এসেছি। তাছাড়া আমরা নিজেরাও লাঠিখেলা করি। আজকেউ ফুলহরি স্কুল মাঠে আমরাও লাঠি খেলা করবো। অতিহ্যবাহী লাঠি খেলা দেখতে উপস্থিত হন শৈলকুপার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার, জেলা পরিষদ সদস্য রেজাউল করীম খাঁ, ইউপি সদস্য ৪নং ওয়ার্ডের আবু বকর বিশ্বাস, ইউপি সদস্য ৩নং ওয়ার্ডের আশরাফুল ইসলাম, সাংবাদিক জাহিদুর রহমান তারিক সহ আরো অনেকে। উল্লেখ্য, ধারাবাহীকভাবে প্রায় ৬০ বছর ধরে শৈলকুপার ভাটই বাজারের ফুলহরি গ্রামে এ অতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয় বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার!

শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল অতিহ্যবাহী লাঠি খেলা

আপডেট সময় : ০৬:৪৯:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ প্রতিবছরের ন্যায় মহা ধুম ধামে ঝিনাইদহের শৈলকুপা ভাটই বাজারের ফুলহরি গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল অতিহ্যবাহী লাঠি খেলা। ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অতিহ্যবাহী লাঠি খেলা বৃহস্পতিবার বিকালে শুরু হয়। এবারে লাঠি খেলার সমস্ত প্রকার আয়োজনে ছিলেন ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বর আজাদুর রহমান পাতাহার, ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমীটির সম্মানীত সদস্য আবুল কালাম আজাদ, মতিয়ার বিশ্বাস, মজনু, কলম বিশ্বাস সহ ফুলহরি গ্রামবাসী। এবারের লাঠি খেলায় ১৪/১৫টি গ্রামের বিখ্যাত লাঠিয়াল বাহিনী অংশ গ্রহণ করেন। এদের মধ্যে বিত্তিপাড়া, কাজীপাড়া, কলম নগর পুটিমারী, গোলাপ নগর, গাড়াবাড়ীয়া, দুধসর, চাঁদপুর, রামচন্দ্রপুর, চাকলা পাড়া, দেবী নগর নাটাবাড়ীয়া, ফুলহরী গ্রামের বিখ্যাত লাঠিয়াল বাহিনী উক্ত খেলায় অংশ গ্রহণ করেন।

এ খেলা দেখতে এলাকা সহ দুর-দুরান্তের শত শত ছেলে ও মেয়েরা ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ভিড় জমায়। স্থানীয়দের মধ্যে আমির হামজা (৬০), আজিবার মন্ডল (৭৬) বলেন, আমরা ৫০/৬০ বছর ধরে আমরা খেলা দেখছি। আগে বিভিন্ন ধরনের খেলা হতো, এখন ডিজিটাল যুগে আর সেসব খেলা দেখা যায় না। তবে লাঠি খেলা ভালোবাসী তাই দেখতে ছুটে এসেছি। তাছাড়া আমরা নিজেরাও লাঠিখেলা করি। আজকেউ ফুলহরি স্কুল মাঠে আমরাও লাঠি খেলা করবো। অতিহ্যবাহী লাঠি খেলা দেখতে উপস্থিত হন শৈলকুপার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার, জেলা পরিষদ সদস্য রেজাউল করীম খাঁ, ইউপি সদস্য ৪নং ওয়ার্ডের আবু বকর বিশ্বাস, ইউপি সদস্য ৩নং ওয়ার্ডের আশরাফুল ইসলাম, সাংবাদিক জাহিদুর রহমান তারিক সহ আরো অনেকে। উল্লেখ্য, ধারাবাহীকভাবে প্রায় ৬০ বছর ধরে শৈলকুপার ভাটই বাজারের ফুলহরি গ্রামে এ অতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয় বলে গ্রামবাসীরা জানিয়েছেন।