নিউজ ডেস্ক:
ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজই সম্ভবত শেষ পাঁচ ম্যাচের ওয়ানডের সিরিজ ৷ এরপর আর দেখা যাবে না এমন সিরিজ। এমনই ইঙ্গিত দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ একজিকিউটিভ জেমস সাদারল্যান্ড৷ তবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বন্ধ হয়ে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ওয়ানডে গ্লোবাল লিগ ৷
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের খবরের সত্যতা স্বীকার করে সাদারল্যান্ড জানিয়েছেন, ১৩ দলের ওয়ানডে লিগের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এর ফলে ভবিষ্যতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার সম্ভাবনা নেই ৷ সর্বাধিক তিন ম্যাচের সিরিজের ম্যাচ হতে পারে ৷ সম্ভবত ভারত-অস্ট্রেলিয়া সিরিজই শেষ পাঁচ ওয়ান ডে সিরিজ ৷ টি-২০ সিরিজ হতে পারে কিন্তু ওয়ান ডে সিরিজ তিন ম্যাচের থেকে বেশি হওয়ার সম্ভাবনা কম ৷ কারণ আইসিসি টেস্টের পাশাপাশি ওয়ানডে লিগ করতে চায়।
প্রস্তাবিত ওয়ানডে লিগে ছয়টি হোম এবং ছয়টি অ্যাওয়ে ম্যাচ হতে পারে৷ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রচুর সময় প্রয়োজন ৷ তবে দ্বি-পাক্ষিক সিরিজ সব সময়ই দু’দেশের বোর্ডের উপর নির্ভর করে ৷ কিন্তু কোনও দেশই সেক্ষেত্রে তিন ম্যাচের বেশি ওয়ান ডে খেলার সময় পাবে না বলে মনে করা হচ্ছে ৷