নিউজ ডেস্ক:
আগামী ২৮ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। তবে সিরিজ শুরুর দুই সপ্তাহ আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার জেপি ডুমিনি।
ফলে বাংলাদেশের প্রোটিয়া সফরে টেস্ট দলে থাকছেন না তিনি।
টেস্ট দল থেকে অবসর নিলেও সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত খেলে যেতে চান ডুমিনি। অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার খেলোয়াড়ী জীবন প্রায় শেষের দিকে। তাই আমি প্রথম শ্রেণী ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ’
২০০৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয় ডুমিনির। এখন পর্যন্ত ৪৬ টেস্টে ৩২.৮৫ গড়ে ছয়টি সেঞ্চুরিসহ দুই হাজারের বেশি রান করেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। পাশাপাশি বল হাতে ৪২টি উইকেটও পেয়েছেন তিনি।