নিউজ ডেস্ক:
১৫ মাস পরে টেনিসে ফিরেছেন। এবার আনুষ্ঠানিকভাবে আত্মজীবনীও উন্মোচন করেছেন টেনিসের সাবেক নাম্বার ওয়ান মারিয়া শারাপোভা।
বইয়ের নাম ‘আনস্টপেবল: মাই লাইফ সো ফার’। মঙ্গলবার বইটির মোড়ক উন্মোচন করা হয়।
২০০৪ সালে আরেক নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামসকে হারিয়েই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন রুশ তারকা শারাপোভা। ওই সময়ে তার বয়স ছিল মাত্র ১৭, আর সেরেনার ২৩।
আত্মজীবনীতে ৩০ বছরের শারাপোভা সেরেনাকে নিয়েও লিখেছেন। শারাপোভার দাবি, সেরেনা ঘৃণা করেন তাকে। ওই হারের পর সেরেনা যেভাবে কেঁদেছিলেন তাতে তিনি ভয় পেয়েছিলেন বলেও দাবি করেছেন আত্মজীবনীতে।