নিউজ ডেস্ক:
ইংল্যান্ড ক্রিকেটের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন শখের বশে গলফ খেলেন। আর এ শখের জরিমানাও দিতে হয়েছে তাকে।
গলফ খেলতে গিয়ে বল সোজা বিমানবন্দরে পাঠিয়েছেন। তাই কিছু সময় সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আটক রাখা হয় তাকে। কিছু সময় পর তিনি ছাড়া পান।
পিটারসেন সম্প্রতি টুইটারে ছবিসহ সেই খবর ভক্তদের জানিয়েছেন। অবশ্য এও বলেছেন, এটি তার দোষ নয়। বলের বেশি গতির জন্যই এটা হয়েছে!

এর আগেও গলফ খেলতে গিয়ে আটক হয়েছিলেন পিটারসেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করেছিল। বিমানবন্দরের পাশেই পিটারসেনের গলফ খেলা নিয়ে কর্তৃপক্ষের আপত্তি ছিল না। কিন্তু পিটারসেন সেবারও বল মেরে সোজা বিমানবন্দরেই পাঠিয়েছিলেন!














































