মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রশাসক আন্ত-ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের প্রথম খেলায় আমঝুপি ইউনিয়ন পরিষদ জয়লাভ করেছে। গতকাল শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৩-২ গোলে গাংনী পৌরসভাকে পরাজিত করে। ইমরানের দেওয়া দুই গোলে এগিয়ে থেকে খেলার প্রথমার্ধ শেষ করে গাংনী পৌরসভা। দ্বিতীয়ার্ধে আক্রমানাত্মক হয়ে ওঠে আমঝুপি। দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই কয়েক মিনিটের ব্যাবধানে শাহীনের দেওয়া দুই গোলে খেলায় সমতায় ফেরে আমঝুপি। খেলার শেষ বাশিঁ বাজার আগ মৃহূত্বে সোহাগের দেওয়া ১টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আমঝুপি। খেলা জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নফ কবীর, ডিএফএ’র সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু সেখানে উপস্থিত ছিলেন।খেলাটি পরিচালনা করে কামাল হোসেন মিন্টু। ধারাভাষ্যই ছিলেন সাংবাদিক মিজানুর রহমান।
রবিবার
১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ