নিউজ ডেস্ক:
অধ্যাপক মো. আখতারুজ্জামানকে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেয়ার পরিপ্রেক্ষিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলের প্রাধ্যাক্ষ ও পুরো প্রক্টোরিয়াল টিম। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেয়া হয়েছিল।
এদিকে বিদায়ী উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে মঙ্গলবার পদত্যাগপত্র প্রদান করলেও তিনি সেটা গ্রহণ করেন নি।
গত মঙ্গলবার পর্যন্ত আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বুধবার থেকে অধ্যাপক মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ।
জানা যায়, অধ্যাপক মো. আখতারুজ্জামানের নিয়োগকে নিয়মবহির্ভূত ও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন লঙ্ঘন উল্লেখ করে ১১ জন প্রাধ্যাক্ষ ও প্রক্টরসহ পুরো প্রক্টোরিয়াল টিমের ১০ সদস্য পদত্যাগ করেন।