ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে যমুনা নদীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় জেলা
প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলার ২০টি নৌকা এ প্রতিযোগীতায় অংশ নেয়।
প্রতিদ্বন্দ্বীতামুলক নৌকা বাইচ প্রদর্শণ করে তিন ক্যাটাগরিতে ৯টি নৌকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা সুপার আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার শাহীন আলম খান, আবু ইউসুফ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জান্নাত আরা হেনরীসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।