নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া মধ্যপাড়া গ্রামে পবিত্র ঈদ-উল-আযহা’র পরদিন (৩ সেপ্টেম্বর) রোববার বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিক উদ্দিন ভূইঁয়া স্মরনে ও ঈদ-উল-আযহা উপলক্ষ্যে “প্রত্যয় খেলাঘর আসর” এর উদ্দ্যোগে বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূইঁয়া মিন্টু। প্রত্যয় খেলাঘর আসরের সভাপতি মো. হামিদুল হক স্বপনের সভাপতিত্বে কাবাডি খেলায় বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, নান্দাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, মোঃ শাহাব উদ্দিন ফকির সহ হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী কাবাডি খেলার পর বিজয়ী ও বিজিত দলকে ট্রফি প্রদানের পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়কে জাম গাছের চারা উপহার দেওয়া হয়।
মঙ্গলবার
২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ