শিরোনাম :
Logo কুমিল্লায় হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo সিরাজগঞ্জে সনি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০হাজার টাকা জরিমানা Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি Logo তদন্ত রিপোর্ট চেয়ে বিক্ষোভ, গদি ছাড়ার হুঁশিয়ারি প্রশাসনকে Logo বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসন করবে : মির্জা ফখরুল Logo রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধার Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিডিও দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট Logo ৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস Logo নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় আগুনে ২০টি ঘর Logo রাবির আইআর বিভাগে ‘ভূরাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

মিরপুর টেস্টের জয়ের নায়ক সাকিব ম্যাচ সেরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৪:৪৯ অপরাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকা টেস্টে তৃতীয় দিন শেষে মনস্তাত্ত্বিকভাবে অস্ট্রেলিয়াই এগিয়ে ছিল ম্যাচে। হাতে ৮ উইকেট নিয়ে জয় থেকে ১৫৬ রান দূরে ছিল তারা। কিন্তু আজ সকালে সাকিব আল হাসানের স্পিনে ঘুরে যায় ম্যাচের মোড়। সকালের সেশনে তার ৩ উইকেটে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর লাঞ্চ শেষে প্রথম বলেই বিপজ্জনক ড্রেন ম্যাক্সওয়েলকেও ফেরান বিশ্বসেরা এ অলরাউন্ডার। রোমাঞ্চের পসরা সাজিয়ে বসা ঢাকা টেস্টে শেষ পর্যন্ত বাংলাদেশের ২০ রানের জয়ে সাকিবই নায়ক।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সাকিবের শিকার ৫ উইকেট। প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন ৫০তম টেস্ট খেলতে নামা সাকিব। অর্থাৎ চলতি ঢাকা টেস্টে ১০ উইকেট শিকার করেছেন সাকিব। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো ম্যাচে ন্যূনতম ১০ উইকেট এ অলরাউন্ডারের। বাংলাদেশের হয়ে টেস্টে দুই ম্যাচে ন্যূনতম ১০টি করে উইকেট নেওয়া প্রথম বোলারও তিনি।

টেস্টে এক ম্যাচে সাকিব প্রথম ১০ উইকেটের দেখা পেয়েছিলেন তিন বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে। সেবার জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৮০ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৪৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন ৩০ বছর বয়সী এ অলরাউন্ডার। সে ম্যাচে ব্যাট হাতেও তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। চলতি ঢাকা টেস্টেও ব্যাট হাতে বাংলাদেশের প্রথম ইনিংসে ৮৪ রানের কার্যকর ইনিংস খেলেছেন সাকিব। এরপর ৬৮ রানে ৫ উইকেট নিয়ে প্রায় একাই গুঁড়িয়ে দেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সাকিবের বোলিং ফিগার ২৮-৭-৮৫-৫।

টেস্টে সাকিবসহ বাংলাদেশের এ পর্যন্ত তিনজন বোলার এক ম্যাচে ন্যূনতম ১০ উইকেট নিয়েছেন। প্রথম এ কীর্তি গড়েছিলেন এনামুল হক জুনিয়র। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছিলেন এ স্পিনার। ১১ বছর পর গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে একই কীর্তি গড়েন মেহেদী হাসান মিরাজ। ১৫৯ রানে ১২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন এ অফ স্পিনার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

মিরপুর টেস্টের জয়ের নায়ক সাকিব ম্যাচ সেরা !

আপডেট সময় : ০২:১৪:৪৯ অপরাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

ঢাকা টেস্টে তৃতীয় দিন শেষে মনস্তাত্ত্বিকভাবে অস্ট্রেলিয়াই এগিয়ে ছিল ম্যাচে। হাতে ৮ উইকেট নিয়ে জয় থেকে ১৫৬ রান দূরে ছিল তারা। কিন্তু আজ সকালে সাকিব আল হাসানের স্পিনে ঘুরে যায় ম্যাচের মোড়। সকালের সেশনে তার ৩ উইকেটে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর লাঞ্চ শেষে প্রথম বলেই বিপজ্জনক ড্রেন ম্যাক্সওয়েলকেও ফেরান বিশ্বসেরা এ অলরাউন্ডার। রোমাঞ্চের পসরা সাজিয়ে বসা ঢাকা টেস্টে শেষ পর্যন্ত বাংলাদেশের ২০ রানের জয়ে সাকিবই নায়ক।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সাকিবের শিকার ৫ উইকেট। প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন ৫০তম টেস্ট খেলতে নামা সাকিব। অর্থাৎ চলতি ঢাকা টেস্টে ১০ উইকেট শিকার করেছেন সাকিব। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো ম্যাচে ন্যূনতম ১০ উইকেট এ অলরাউন্ডারের। বাংলাদেশের হয়ে টেস্টে দুই ম্যাচে ন্যূনতম ১০টি করে উইকেট নেওয়া প্রথম বোলারও তিনি।

টেস্টে এক ম্যাচে সাকিব প্রথম ১০ উইকেটের দেখা পেয়েছিলেন তিন বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে। সেবার জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৮০ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৪৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন ৩০ বছর বয়সী এ অলরাউন্ডার। সে ম্যাচে ব্যাট হাতেও তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। চলতি ঢাকা টেস্টেও ব্যাট হাতে বাংলাদেশের প্রথম ইনিংসে ৮৪ রানের কার্যকর ইনিংস খেলেছেন সাকিব। এরপর ৬৮ রানে ৫ উইকেট নিয়ে প্রায় একাই গুঁড়িয়ে দেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সাকিবের বোলিং ফিগার ২৮-৭-৮৫-৫।

টেস্টে সাকিবসহ বাংলাদেশের এ পর্যন্ত তিনজন বোলার এক ম্যাচে ন্যূনতম ১০ উইকেট নিয়েছেন। প্রথম এ কীর্তি গড়েছিলেন এনামুল হক জুনিয়র। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছিলেন এ স্পিনার। ১১ বছর পর গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে একই কীর্তি গড়েন মেহেদী হাসান মিরাজ। ১৫৯ রানে ১২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন এ অফ স্পিনার।