নিউজ ডেস্ক:
ডেভিড ওয়ার্নারের পর এবার স্টিভেন স্মিথকেও ফিরিয়েছেন সাকিব। ফলে ভয়ঙ্কর দুই ব্যাটসম্যানকে আউট করে টাইগারদের লড়াইয়ে ফিরিয়ে এনে দেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এরপর আঘাতন হানেন তাইজুল ইসলাম। ফিরিয়ে দেন হ্যান্ডসকমকে। পরে আবার এসে আঘাত হাননে সাকিব। এবার ফিরিয়ে দেন ম্যাথু ওয়েডকে। সাকিবের দেখাদেখিতে এবার অ্যাস্টন আগারকে সাজঘরে পাঠালেন তাইজুল ইসলাম।
এর আগে, সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নারকে ১১২ রানে লিগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। যখন দলীয় রান ছিল ১৫৮। ব্যক্তিগত এবং দলীয় রান বলছে কতটা বিধ্বংসী ছিলেন ওয়ার্নার। বলতে গেলে একাই ম্যাচটি অস্ট্রেলিয়ার দিকে নিয়ে যান তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে ম্যাচ এখন অনেকটা বাংলাদেশের দিকে।
বাংলাদেশের ২৬৫ রানের টার্গেটের জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে গতকাল ১০৯ রান তুলে দিন শেষে করে সরফকারী অস্ট্রেলিয়া। সেখান থেকে আজ বুধবার আবারও ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। তবে স্মিথ দেখেশুনে খেললেও বাংলাদেশি বোলারদেরও শাসন অব্যাহত রাখেন ওয়ার্নার। ১২১ বলে সেঞ্চুরি তুলেন নেন তিনি। এরপর ব্যক্তিগত ১১২ রানে সাকিবের বলে সাজঘরে ফেরেন তিনি। ওয়ার্নারের বিদায়েরর পর ব্যক্তিগত ৩৩ রানে স্মিথকেও ফেরান সাকিব। এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন হ্যান্ডসকম। তবে তাকে ১৫ রানে থামিয়ে দিয়েছেন তাইজুল। পরে ম্যাথু ওয়েড ও অ্যাস্টন আগারকে যথাক্রমে ফিরিয়েছেন সাকিব ও তাইজুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান। জয়ের জন্য তাদের দরকার আরও ৬৯ রান। অন্যদিকে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৩ উইকেট। ম্যাক্সওয়েল ১৩ ও প্যাট কামিন্স শূন্য রান নিয়ে ব্যাট করছেন।













































