নিউজ ডেস্ক:
মুরাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি(০২.০৮.১৭)ঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মদনা গ্রামের একটি বাঁশ বাগান থেকে ২১ কোটি টাকার কোবরা সাপের বিষ আটক করেছে বিজিবি। আজ বুধবার সকালে এ বিষ আটক করা হয়।
চুয়াডাঙ্গা বিজিজি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ লুৎফুল কবির জানান, বুধবার সকালে সুলতানপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী মদনা গ্রামের মাঠের একটি বাশ বাগানে দুই জন লোককে একটি ব্যাগ হাতে দাড়িয়ে থাকতে দেখে। তারা বিজিবি দলকে দেখে হাতে থাকা ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে কাঁচের চারটি বোতল পাওয়া যায়। ৪টি কাঁচের বোতল সীলগালা অবস্থায় ছিল। বোতলে থাকা কোবরা সাপের বিষের ওজন ৩কেজি ৩০ গ্রাম।
যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি ৯৩ লক্ষ ৩৬ হাজার ৬শ ৪০ টাকা।
চুয়াডাঙ্গা বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক আরও জানান এ ঘটনায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।